খালেদার ফাঁসির দাবিতে মানববন্ধন
ঢাকা: খালেদার জিয়ার ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ আওয়ামী ওলামা লীগ ও বাংলাদেশ আওয়ামী মটর চালক লীগ।
সোমবার সকাল ১১টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত যৌথ মানববন্ধনে তারা এ দাবি জানায়।
মানববন্ধনে ওলামা লীগের সভাপতি ইলিয়াস হোসেন বিন হেলালি বলেন, যেভাবে দেশে জ্বালাও-পোড়াও চলছে তা আর সহ্য করা সম্ভব না। দেশের মানুষ চরম আতঙ্কে দিন কাটাচ্ছে। সবাই অসহায়ের মতো চেয়ে আছে একটা সমাধানের জন্য। দেশের মানুষকে এই পরিস্থিতি থেকে মুক্ত করতে হলে জালিম খালেদার বিচার করতে হবে। আমরা তার ফাঁসি চাই।
বাংলাদেশ আওয়ামী মটর চালক লীগ সভাপতি মো. আলী হোসেন বলেন, হরতাল অবরোধ প্রত্যাহার না করা হলে আমরা খালেদা জিয়ার বাড়ি ঘেরাও করব। আর একটিও গাড়ি যদি পোড়ানো হয়, আর একজন চালকও যদি আগুনে পুড়ে মারা যায় তাহলে আমরা আমাদের গাড়ি নিয়ে খালেদার বাড়ি ঘেরাও করব। আমরা খালেদা জিয়াকে হুঁশিয়ার করে বলতে চাই, আপনি দ্রুত আপনার অনৈতিক আন্দোলন বন্ধ করুন।
মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন মটর চালক লীগের সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জমান মনির, সাংগঠনিক সম্পাদক মো. আলী আকবর, ওলামা লীগের সহ-সভাপতি আদম আলী, গফুরুল ইসলাম প্রমুখ।
নিউজবাংলাদেশ.কম/আরবিএস/এফই
নিউজবাংলাদেশ.কম