আইনশৃঙ্খলা বাহিনীই সালাহ উদ্দিনকে নিয়ে গেছে
ঢাকা: বিএনপির যুগ্ম মহাসচিব নিখোঁজ সালাহ উদ্দিন আহমেদের স্ত্রী হাসিনা আহমেদ বলেছেন, “আমরা শতভাগ নিশ্চিত, ১০ মার্চ রাতে উত্তরার একটি বাসা থেকে আইনশৃঙ্খলা বাহিনীই সালাহ উদ্দিনকে তুলে নিয়ে গেছে। তার যথেষ্ট প্রমাণ আমাদের কাছে আছে, যা ইতোমধ্যে গণমাধ্যমে প্রকাশ হয়েছে।”
সোমবার সকালে বিকল্পধারার সভাপতি ডা. একিউ এম বদরুদ্দোজা চৌধুরী গুলশানে নিখোজঁ সালাহ উদ্দিনের পরিবারকে সমাবেদনা জানাতে গিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
হাসিনা বলেন, “আমি প্রধানমন্ত্রীর কাছে বিনীতভাবে আবেদন জানিয়েছি। এখনও জানাচ্ছি, আমার স্বামীকে যেন জনসম্মুখে হাজির করা হয়। আমার বিশ্বাস প্রধানমন্ত্রী আইনশৃঙ্খবাহিনীকে নির্দেশ দিলে আল্লাহর রহমতে আমরা তাকে সুস্থ অবস্থায় ফিরে পাব।”
তিনি আরো বলেন, “আমার স্বামী নিখোজঁ হয়েছে আজ ১৩ দিন। আমরা জানি না তিনি কোথায় আছেন কিভাবে আছেন? আমরা মানসিক অস্থিরতার মধ্যে আছি। আমি আবেদন করছি, সালাহ উদ্দিনকে ফিরিয়ে দিয়ে মানসিক অস্থিরতা থেকে রক্ষা করুন।”
উল্লেখ্য, ১০ মার্চ রাতে উত্তরা একটি বাসা থেকে বিএনপির যুগ্মমহাসচিব সালাহ উদ্দিন আহমেদ নিখোজঁ হন। পরিবারের অভিযোগ আইনশঙ্খলা বাহিনীর সদস্যরা তাকে তুলে নিয়ে গেছে। তবে আইনশৃঙ্খলা বাহিনী পরিবারের অভিযোগ অস্বীকার করেছে।
নিউজবাংলাদেশ.কম/আরআর/এফএ
নিউজবাংলাদেশ.কম