News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০২:৩৫, ২৩ মার্চ ২০১৫
আপডেট: ২৩:৪৮, ১৭ জানুয়ারি ২০২০

হাসিনার বাসায় যাচ্ছেন বি. চৌধুরী

হাসিনার বাসায় যাচ্ছেন বি. চৌধুরী

ঢাকা: ‘নিখোঁজ’ বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদের স্ত্রী হাসিনা আহমেদ ও তাঁর সন্তানদের সান্ত্বনা দিতে তাঁদের বাসায় যাচ্ছেন বিকল্পধারা বাংলাদেশের চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী।

সোমবার সকাল সাড়ে ১০ টার দিকে তিনি সালাহ উদ্দিনের গুলশানের বাসায় যাবেন বলে জানা গেছে।

বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার এ তথ্য নিশ্চিত করেছেন।

দিদার জানান, বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের পরিবারকে সান্ত্বনা দিতে বি. চৌধুরী সকালে সালাহউদ্দিনের বাসায় যাবেন।

এদিকে স্বামীকে এখনও না পেয়ে পাগলপ্রায় হয়ে আছেন সালাহ উদ্দিনের স্ত্রী হাসিনা আহমেদ। তাঁকে ও তাঁর সন্তানদের সান্ত্বনা দিতে এরইমধ্যে বিএনপি সমর্থিত বুদ্ধিজীবী ও পেশাজীবীরা সালাহ উদ্দিনের বাসায় গিয়েছেন।

নিউজবাংলাদেশ.কম/এফই

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়