News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৫:২২, ২১ মার্চ ২০১৫
আপডেট: ১৫:২৩, ১৮ জানুয়ারি ২০২০

দেশে গণতন্ত্রের লেশমাত্র নেই: গানি

দেশে গণতন্ত্রের লেশমাত্র নেই: গানি

ঢাকা: বাংলাদেশ ন্যাপ চেয়ারম্যান জেবেল রহমান গানি বলেছেন, দেশে আজ গণতন্ত্রের লেশমাত্র নেই। বরং সরকার ক্রমান্বয়ে গণতন্ত্রকে হত্যা করে ফ্যাসিবাদী শাসনের দিকে এগিয়ে যাচ্ছে।

শনিবার সকালে গুলশানে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টির (বাংলাদেশ ন্যাপ) সম্পাদকমণ্ডলীর সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

গানি বলেন, “ভোটারবিহীন, অংশগ্রহনহীন একটি বিতর্কিত ও একতরফা নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় অধিষ্ঠিত বর্তমান সরকার বিরোধী দলের ন্যায় সংগত দাবিকে অগ্রাহ্য করে দেশটাকে সংকটের দিকে ঠেলে দিয়েছে।”
 
জেবেল রহমান গানি অবিলম্বে সালাহ উদ্দিন আহমদেকে অক্ষত ও সুস্থ অবস্থায় তার পরবিাররে কাছে ফিরিয়ে দেয়ার দাবি পুর্নব্যক্ত করে তাকে খুঁজে বের করতে সরকারকে বাধ্য করতে দেশের সব গণতন্ত্রমনা, মানবিক মূল্যবোধসম্পন্ন ব্যক্তি, সংগঠন ও দলের প্রতি সোচ্চার হওয়ার আহ্বান জানান।
 
সভাপতির বক্তব্যে এম. গোলাম মোস্তফা ভুইয়া বলেন, “জনগণের আন্দোলন কখনো বৃথা যায় না। শক্তি প্রয়োগের মধ্য দিয়ে জনগণের ন্যায় ও গণতান্ত্রিক আন্দোলনকে চাপা দেয়ার চেষ্টা কখনো সফল হয় না।”

সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- ন্যাপ যুগ্ম মহাসচিব সৈয়দ শাহজাহান সাজু, স্বপন কুমার সাহা, মোড়ল আমজাদ হোসেন, দপ্তর সম্পাদক মো. নুরুল আমান চৌধুরী, অর্থ সম্পাদক আহসান হাবিব খাজা, প্রচার সম্পাদক মো. শহীদুননবী ডাবলু, সাংগঠনিক সম্পাদক মো. কামাল ভুইয়া, সহ-সম্পাদক মো. শামিম ভুইয়া, আবদুল্লাহ আল-মাসুম প্রমুখ।

নিউজবাংলাদেশ.কম/আরআর/এমএম

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়