News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৪:৪০, ২১ মার্চ ২০১৫
আপডেট: ১৬:৪৫, ৩ ফেব্রুয়ারি ২০২০

মহিউদ্দিনের বাড়ি ঘিরে নেতাকর্মীদের বিক্ষোভ

মহিউদ্দিনের বাড়ি ঘিরে নেতাকর্মীদের বিক্ষোভ

চট্টগ্রাম: আওয়ামী লীগের সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরী চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র পদে নির্বাচন না করায় ক্ষুব্ধ হয়ে তার চশমা হিলের বাসভবন ঘেরাও করেছে দলীয় নেতাকর্মীরা।

শনিবার সন্ধ্যা সাড়ে ছয়টা থেকে নগরীর বিভিন্ন ওয়ার্ডের আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা মিছিল নিয়ে বাসভবনের সামনে জড়ো হয়ে বিক্ষোভ করেন। মহিউদ্দিনকে কেন প্রার্থী করা হবে না তার কারণ জানতে চেয়েও স্লোগান দেন তারা।
 
এর আগে শনিবার চট্টগ্রাম ফিরে নাছিরের প্রতি নিজের সর্মথন ঘোষণা করেন আওয়ামী লীগের সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরী। তিনি বলেন, “দল করলে দলের সিদ্ধান্ত মানতে হবে। প্রধানমন্ত্রীর নির্দেশে আমি আমার প্রার্থীতা প্রত্যাহার করে নিয়েছি। আমি নাছিরের পক্ষে মাঠে নামবো।”

উল্লেখ্য, শুক্রবার গণভবনে দলের বৈঠকে মেয়র প্রার্থী হিসেবে নাছিরকে সমর্থন জানান দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নাছির চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

নিউজবাংলাদেশ.কম/এমএম

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়