জঙ্গি তৎপরতা বোঝাতেই অভিজিৎ হত্যা
ঢাকা: বাণিজ্যমন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ বলেছেন, বাংলাদেশে জঙ্গি তৎপরতা চলছে, এটা বোঝাতেই ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় অভিজিৎ রায়ের মতো মুক্তমনা একজন মানুষকে হত্যা করা হয়েছে।
রোববার দুপুরে রাজধানীর সোনারগাঁও হোটেলে চীনের রাষ্ট্রদূত মা মিঙ কিয়াঙকে দেয়া এক সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বাংলাদেশের সাম্যবাদী দল এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে।
প্রসঙ্গত মা মিঙ কিয়াঙ ২২ জানুয়ারি চীনের রাষ্ট্রদূত হিসেবে বাংলাদেশে আসেন। এর আগে বাংলাদেশে চীনের রাষ্ট্রদূত ছিলেন লি ঝুন।
অনুষ্ঠানে তোফায়েল বলেন, ‘যখন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ থেকে জঙ্গি নির্মূলের পথে, তখন অভিজিৎকে হত্যার মাধ্যমে বোঝানো হয়েছে, দেশে জঙ্গি আছে। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশে জঙ্গি তৎপরতা চলতে পারে না, কিন্তু এ সরকারের সময়ও দেশে জঙ্গি তৎপরতা চলছে এটা বোঝাতেই অভিজিৎ রায়কে হত্যা করা হয়েছে।’
হরতালের মধ্যেও আজ এ অনুষ্ঠানে আসতে জ্যামে পড়তে হয়েছে উল্লেখ করে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘দেশে কোন হরতাল-অবরোধ নেই। সচিবালয় থেকে সোনারগাঁওয়ে আসতে আমাকে জ্যামে আটকে থাকতে হয়েছে। আগে হরতাল মানে ছিল গাড়ি চলবে না, দোকান খুলবে না। এখন হরতালে গাড়ি ও দোকান বেশি চলে। আর্ন্তজাতিক বিশ্বে দেশের ভাবমূর্তি নষ্ট করতেই খালেদা জিয়া এসব করছেন।’
সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন- শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম, বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন, প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা গওহর রিজভী প্রমুখ।
নিউজবাংলাদেশ.কম/ এমএম
নিউজবাংলাদেশ.কম