News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৮:৩৮, ২১ মার্চ ২০১৫
আপডেট: ১৫:২৪, ১৮ জানুয়ারি ২০২০

কুষ্টিয়ায় তথ্যমন্ত্রী

খালেদা জিয়া রেহাই পাবে না

খালেদা জিয়া রেহাই পাবে না

কুষ্টিয়া: আসন্ন সিটি করপোরেশন নির্বাচনে অংশ নিতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ইতিবাচক মনোভাব দেখিয়েছেন। এর পরিপ্রেক্ষিতে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, সিটি নির্বাচনে অংশ নিলেও আন্দোলন চলবে এটা হতে পারে না। তাই যতই তিনি নির্বাচনে অংশ নেন না কেন মানুষ পোড়ানো পরিকল্পিত হত্যাকান্ড থেকে বেগম খালেদা জিয়া রেহাই পাবে না।

শনিবার বেলা সাড়ে ১১টায় কুষ্টিয়ার মিরপুর উপজেলার তালবাড়িয়া শামুকিয়া মালিথাপাড়ায় প্রায় আড়াইশ’ ঘরে নতুন বিদ্যুত সংযোগ প্রদান অনুষ্ঠানে যোগ দেয়ার আগে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

তিনি বলেন, দল যাই হোক না কেন রাজাকার ও আগুন সন্ত্রাসীদের আর সরকার গঠন করতে দেয়া হবে না। পোড়া মানুষকে মাঝে রেখে রাজনীতিতে কোনো লেনদেন হবে না।

তথ্যমন্ত্রী বলেন, আগুন সন্ত্রাসের মাধ্যমে পরিকল্পিত হত্যাকান্ডের সাথে জড়িতদের যেদিন রাজনীতির বাইরে রাখা যাবে সেদিন রাজনীতিতে সুবাতাস বইবে।

দুই স্বৈরতান্ত্রিক রাজনৈতিক দল থেকে দেশকে মুক্ত করতে হবে- জাতীয় পার্টির চেয়ারম্যান এরশাদের এমন এক মন্তব্যের জবাবে ইনু বলেন, খালেদা জিয়া ও শেখ হাসিনা এক দাঁড়িতে ওজন করা ঠিক হবে না। এ সব বলা মানে খালেদা জিয়ার আগুন সন্ত্রাসের রাজনীতি আর রাজাকার আলবদরদের আড়াল করা সামিল।

এ সময় মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আজাদ জাহান, অতিরিক্ত পুলিশ সুপার সোহেল রেজা, কুষ্টিয়া পল্লী বিদ্যুত সমিতির জিএম আলহাজ্ব মখলেছ গণী, জেলা জাসদের সভাপতি গোলাম মহসিন, সাধারণ সম্পাদক আব্দুল আলীম স্বপন প্রমুখ।

নিউজবাংলাদেশ.কম/এসএস/এফই

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়