News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৭:৩৬, ২১ মার্চ ২০১৫
আপডেট: ১৫:১৮, ১৮ জানুয়ারি ২০২০

উত্তরের স্বতন্ত্র মেয়র প্রার্থী ববি হাজ্জাজ

উত্তরের স্বতন্ত্র মেয়র প্রার্থী ববি হাজ্জাজ

ঢাকা: ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে নিজেকে স্বতন্ত্র মেয়র প্রার্থী হিসেবে ঘোষণা দিয়েছেন ববি হাজ্জাজ।

শনিবার দুপুরে বনানীর চেয়ারম্যান বাড়িতে নিজ ব্যবসায়ীক কার্যালয়ে এ ঘোষণা দেন জাতীয় পার্টির চেয়ারম্যান এরশাদের এই উপদেষ্টা।

দলে কোনো বিভেদ বা কোন্দল চান না বলেই তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান।

জাতীয় পার্টির পক্ষ থেকে ঢাকা উত্তর সিটি করপোরেশনে মেয়র প্রার্থী হিসেবে বাহাউদ্দিন বাহারের নাম ঘোষণা করা হয়েছে। তিনি ঢাকা মহানগর উত্তরের জাতীয় পার্টির মহাসচিব।

এ ঘোষণা সম্পর্কে এরশাদ জানেন কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ববি বলেন, “তিনি আমার পিতার সমতুল্য। উনি কষ্ট পান, সেটা আমি চাই না। ওনার আর্শীবাদ আমার ওপর আছে, থাকবে।”

ববি হাজ্জাজ সিটি করপোরেশন নির্বাচনে প্রার্থী হচ্ছেন, এমন খবর শুক্রবারই গণমাধ্যমে প্রকাশিত হয়। শনিবার তিনি নিজেই আনুষ্ঠানিকভাবে ঘোষণা করলেন।

নিউজবাংলাদেশ.কম/এজে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়