‘খালেদাকে রেহাই দেয়ার প্রশ্নই ওঠে না’
কুষ্টিয়া: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আগুন-সন্ত্রাস করছেন। জাতি আগুন-সন্ত্রাসকে কঠোরভাবে দমনের কথা তুললে খালেদাকে রেহাই দেয়ার প্রশ্নই ওঠে না। একথা বলেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
শুক্রবার রাতে ভেড়ামারা ডাকবাংলোর সামনে প্রকৃতি আর্ট স্কুলের প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে চিত্র ও হস্তশিল্প প্রদর্শনী ও পুরস্কার বিতরণকালে তিনি এসব কথা বলেন।
এসময় তথ্যমন্ত্রী জানান, আইন-শৃঙখলা রক্ষাকারী বাহিনী যাদেরকে হাতেনাতে ধরেছে তারা সবাই বিএনপি কর্মী। তাই আগুন-সন্ত্রাসের দায়িত্ব খালেদা এড়াতে পারেন না। জাতিসংঘ বা দেশে যারা সংলাপের কথা বলছেন তারা আগুন-সন্ত্রাসের বিরুদ্ধে পদক্ষেপ নেয়ার কথাই বলছেন।
তিনি আরো বলেন, আগুন-সন্ত্রাসীদের সাথে কীভাবে আলোচনা হয় বিষয়টি আরেকবার তারা ভেবে দেখুক। কেননা আলোচনা-সংলাপ সবই সম্ভব, তবে আগুন-সন্ত্রাসীদের বাদ দিয়ে।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, ভেড়ামারা প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর হোসেন জুয়েল, পৌরসভা মেয়র আলহাজ্ব শামিমুল ইসলাম ছানা, উপজেলা নির্বাহী অফিসার শান্তিমনি চাকামা, তরুণ চিত্রশিল্পী মোস্তাফিজ কারিগর প্রমুখ।
এর আগে তথ্যমন্ত্রী সাতবাড়িয়া মন্ডলপাড়া গ্রাম বিদ্যুতায়নের নতুন বিদ্যুৎ সংযোগ উদ্বোধন করেন। এসময় মন্ত্রী বলেন, দেশের ৬৮ শতাংশ মানুষ বিদ্যুৎ সুবিধার আওতায় এসেছে।
ইনু আরো বলেন, সরকার দেশের অবশিষ্ট জনগণকে দ্রুত বিদ্যুৎ সুবিধা প্রদানের জন্য ২০১০ সালে প্রণীত পাওয়ার সিস্টেম মাস্টারপ্ল্যান অনুযায়ী ২০২১ সালের মধ্যে ২৪ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা নিয়েছে।
মন্ত্রী জানান, এ পরিকল্পনার আওতায় ২০২১ সালের মধ্যে দেশের সব মানুষ বিদ্যুৎ পাবে বলে আশা করা যায়।
নিউজবাংলাদেশ.কম/এটিএস
নিউজবাংলাদেশ.কম