গণতন্ত্রের স্বার্থে নির্বাচনে অংশ নিন: স্বাস্থ্যমন্ত্রী
সিরাজগঞ্জ: বিএনপিকে আসন্ন সিটি নির্বাচনে অংশ গ্রহণের আহবান জানিয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, “বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার অধীনে নির্বাচন কমিশনের প্রতি আস্থা রেখে বিএনপি সিটি নির্বাচনে অংশ নিলে চলমান গণতন্ত্রের বিজয় নিশ্চিত হবে। না হলে তারা গণতন্ত্রের পথ থেকে হারিয়ে যাবে। নির্বাচন ছাড়া একটি রাজনৈতিক দল বেঁচে থাকতে পারে না।”
গণতন্ত্রের জন্য একটি দলের নির্বাচনে অংশ নেয়া অবশাম্ভাবী বলেও তিনি উল্লেখ করেন।
শুক্রবার সন্ধ্যায় সিরাজগঞ্জের রতনকান্দি ইউনিয়নের মহিষামুড়া গ্রামে পল্লি বিদ্যুতের আওতায় দেড়শ পরিবারের মধ্যে বিদ্যুৎ সংযোগ প্রদান উপলক্ষে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এর আগে তিনি সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগ কার্যালয়ে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মত বিনিময় করেন। তিনি জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা পর্যায়ের গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের সঙ্গেও জেলার উন্নয়ন বিষয়ক বৈঠকে যোগ দেন।
সিরাজগঞ্জের মহিষামুড়া চৌরাস্তা মোড়ে বিদ্যুত সংযোগ উপলক্ষে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন রতনকান্দি ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি আব্দুল মোক্তাদির বকুল। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন পল্লী বিদ্যুতের জিএম প্রকৌশলী তুষার কান্তি দেবনাথ, ডিজিএম সুরতান নাসিমুল হক, থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান দুদু প্রমুখ।
নিউজবাংলাদেশ.কম/কেজেএইচ
নিউজবাংলাদেশ.কম