বিএনপি-জামায়াত গাড়িচালকদের পুড়িয়ে মারছে: শাজাহান খান
ঝিনাইদহ: নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান বলেছেন,“বিএনপি-জামাত নাশকতা সৃষ্টি করে গাড়ি চালকদের পুড়িয়ে হত্যা করছে।”
বৃহস্পতিবার রাত সাড়ে নটার দিকে ঝিনাইদহ শহরের জেলা সড়ক-পরিবহন শ্রমিক ইউনিয়ন কার্যালয়ের সামনে বাস, মিনিবাস ও ট্রাক শ্রমিক এবং মালিকদের সাথে নাশকতা রোধে এক পথসভায় প্রধান অতিথির বক্তৃতায় নৌপরিবহন মন্ত্রী এসব কথা বলেন।
তিনি বলেন, “বিএনপি-জামায়াত নাশকতা সৃষ্টি করে চালকদের পুড়িয়ে হত্যা করছে। সন্ত্রাস ও নাশকতা রোধে শ্রমিক ও মালিকদের ঐক্যবদ্ধ হতে হবে। সাধারণ মানুষ ২০ দলীয় জোটের এ হরতাল-অবরোধ প্রত্যাখ্যান করেছে।”
তিনি আরও বলেন, “যারা সড়ক-মহাসড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি করে জ্বালাও পোড়াও করবে, তাদের বিরুদ্ধে জনগণ এখন রুখে দাঁড়াবে।”
ঝিনাইদহ থেকে সকল ধরনের যানবহন স্বাভাবিকভাবে চলাচলের কারণে প্রশাসনসহ মালিক ও শ্রমিকদের ধন্যবাদ জানান মন্ত্রী।
নাশকতা প্রতিরোধে এ পথসভায় সভাপতিত্ব করেন সড়ক ও পরিবহন শ্রমিক ইউনিয়ন সভাপতি হবিবুর রহমান হবু। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল সহসভাপতি ইসমত কাদির গামা, বাংলাদেশ পরিবহন শ্রমিক ফেডারেশন সাধারণ সম্পাদক ওসমান আলী, ঝিনাইদহ বাস-মিনিবাস মালিক সমিতির সভাপতি রোকনুজ্জামান রানু, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র সাইদুল করিম মিন্টু প্রমুখ।
নিউজবাংলাদেশ.কম/কেজেএইচ
নিউজবাংলাদেশ.কম