খালেদার কার্যালয়ে এমাজউদ্দিন
ঢাকা: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করতে তার গুলশান কার্যালয়ে প্রবেশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি প্রফেসর ড. এমাজউদ্দিনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল।
পেশাজীবীদের এই প্রতিনিধি দলে ৯ জন রয়েছেন।
শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে তারা গুলশান কার্যালয়ে প্রবেশ করেন।
প্রতিনিধি দলে এমাজউদ্দিন ছাড়াও রয়েছেন, গণস্বাস্থের কাজী জাফর উল্লাহ, সাংবাদিক মাহফুজুল্লাহ, কবি আব্দুল হাই শিকদার, অধ্যাপক ইউসুফ হায়দার, অধ্যাপক ওবায়দুল ইসলাম, মামুন আহমেদ, বোরহান উদ্দিন ও তাহমিনা আক্তার টফি।
নিউজবাংলাদেশ.কম/একে
নিউজবাংলাদেশ.কম