সাম্রাজ্যবাদ খেলার মাঠেও জয়-পরাজয় নির্ধারণ করে
ঢাকা: মার্কিন-ভারত অধিপত্য শুধু আমাদের দেশের রাজনীতিতেই নয় বরং আমাদের শিল্প-সাহিত্যে এমনকি খেলার মাঠেও জয় পরাজয় নির্ধারণ করছে, বলে মন্তব্য করেছে বাংলাদেশ ছাত্র ফেডারেশন।
শুক্রবার বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি রাজু ভাস্কর্যের সামনে ছাত্র ফেডারেশন কেন্দ্রীয় কমিটির উদ্যোগে পতাকা মিছিল ও প্রতিবাদ সমাবেশে বক্তারা এ কথা বলেন।
২০ মার্চ সাম্রাজ্যবাদ বিরোধী দিবস উপলক্ষে এ সমাবেশের আয়োজন করা হয়।
সমাবেশে বক্তারা বলেন, “মার্কিন-ভারত অধিপত্য শুধু আমাদের রাজনীতি নয় বরং আমাদের শিল্প সাহিত্যে এমনকি খেলার মাঠে জয় পরাজয় নির্ধারণ করে। তাই মর্যাদা সম্পন্ন দেশ গড়ার জন্য আমাদেরই এগিয়ে আসতে হবে। না হলে তারা আমাদের সব কিছু ধীরে ধীরে কেড়ে নেবে। যেমন ক্রিকেটে আমাদের নিশ্চিত জয় ছিনিয়ে নিয়েছে।”
বক্তারা আরও বলেন, “এটা আসলেই সত্য এবং দুঃখজনক যে দক্ষিণ এশিয়ার মোড়ল ভারত ঠিক করে দেয় কে ক্ষমতায় থাকবে আর কে থাকবে না। দেশের চলমান রাজনৈতিক সংকটের ফল আপামর জনসাধারণ সহজেই বুঝতে পারছেন। তাই দেশের ছাত্র জনতার প্রতি সাম্রাজ্যবাদ বিরোধী আন্দোলন গড়ে তোলার আহ্বান জানাই।”
সমাবেশে কেন্দ্রীয় সভাপতি সৈকত মল্লিকের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আশরাফুল আলম সোহেল, সহ সভাপতি আল জাহিদ, সহ সভাপতি তাহামিদা তানিয়া, ঢাবি সভাপতি মনোয়ার হোসেন মাসুদ, ঢাকা মহানগরের সভাপতি কেন্দ্রীয় অর্থ সম্পাদক মিজান রহমানসহ কেন্দ্রীয় নেতারা।
নিউজবাংলাদেশ.কম/আরবিএস/এমএম
নিউজবাংলাদেশ.কম