News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৩:১৪, ২০ মার্চ ২০১৫
আপডেট: ১৫:২১, ১৮ জানুয়ারি ২০২০

প্রধানমন্ত্রীর নির্দেশের অপেক্ষায় আছি: হাসিনা আহমেদ

প্রধানমন্ত্রীর নির্দেশের অপেক্ষায় আছি: হাসিনা আহমেদ

ঢাকা: ‘নিখোঁজ’ বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদের স্ত্রী সাবেক সংসদ সদস্য হাসিনা আহমেদ জানিয়েছেন, সালাহ উদ্দিনকে খুঁজে বের করতে প্রধানমন্ত্রীর নির্দেশের অপেক্ষায় আছি।

শুক্রবার গুলশানের নিজ বাসায় হাসিনা আহমেদ সাংবাদিকদের কাছে তিনি একথা জানান। এসময় তাকে সহমর্মিতা জানাতে আসা বিএনপির স্থায়ী কমিটির সদস্য মাহবুবুর রহমান উপস্থিত ছিলেন।

সালাহ উদ্দিন আহমেদকে আইনশৃঙ্খলা বাহিনী তাকে তুলে নিয়ে গেছে বলে অভিযোগ করে হাসিনা আহমেদ বলেন, “গোটা জাতি ও বিশ্বের কাছে গণমাধ্যমের মাধ্যমে প্রকাশ হয়েছে, আইনশৃঙ্খলা বাহিনী আমার স্বামীকে তুলে নিয়ে গেছে। আইনশৃঙ্খলা বাহিনী তাকে তুলে নিয়ে গেছে- তা আশপাশের লোকেরাও দেখেছে। এখন তারা (আইনশৃঙ্খলা বাহিনী) অস্বীকার করবে- এটা হতে পারে না।”

আমি বিনীতভাবে সালাহ উদ্দিনকে ফিরে পেতে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানিয়েছি উল্লেখ করে তিনি বলেন, “এখন তার নির্দেশের অপেক্ষায় আছি তিনি যেন আমার স্বামীকে জনসমক্ষে হাজির করতে আইনশৃঙ্খলা বাহিনীকে যথাযথ নির্দেশনা দেন।”

প্রসঙ্গত, বৃহস্পতিবার সালাহউদ্দিন আহমেদকে খুঁজে বের করতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়ে তার কার্যালয়ে গিয়ে স্মারকলিপি দেন হাসিনা আহমেদ।

গত ১০ মার্চ রাতে উত্তরার একটি বাসা থেকে গোয়েন্দা পুলিশ পরিচয়ে বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিনকে তুলে নিয়ে যাওয়া হয় বলে এর আগেও অভিযোগ ছিলো পরিবারের।
 
স্বামীর খোঁজ চেয়ে উচ্চ আদালতে রিট আবেদনও করেছেন তার স্ত্রী হাসিনা। তবে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে আদালতকে বলা হয়েছে, পুলিশ সালাহ উদ্দিনকে গ্রেপ্তার করেনি। তার কোনো খোঁজও পাওয়া যায়নি। সএ বিষয়ে আগামী ৮ এপ্রিল হাইকোর্টে শুনানির তারিখ রাখা হয়েছে।

উল্লেখ যে, ২০১২ সালে বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সিলেট জেলা বিএনপির সভাপতি এম ইলিয়াস আলী নিখোঁজ হওয়ার পর তার স্ত্রী তাহসিনা রুশদীর লুনাও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করে তার হস্তাক্ষেপ চেয়েছিলেন। ইলিয়াস রহস্যের মীমাংসা গত তিন বছরেও হয়নি।

নিউজবাংলাদেশ.কম/আরআর/এমএম

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়