সিটি নির্বাচন: শিগগির চূড়ান্ত সিদ্ধান্ত বিএনপির
ঢাকা: ঢাকা ও চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাচনের বিষয়ে শিগগিরই ‘চূড়ান্ত সিদ্ধান্ত’ জানাবে বিএনপি। শুক্রবার দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্য মাহবুবুর রহমান সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা জানান।
সদ্য ঢাকা- উত্তর, ঢাকা- দক্ষিণ এবং চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের তফসিল ঘোষণার পরিপেক্ষিতে দলের অবস্থান কি জানতে চাইলে মাহবুবুর রহমান বলেন, ‘‘বিএনপি এখনো এ বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয়নি। নির্বাচনে যাবে কি যাবে না, কী করা উচিৎ, তা নিয়ে আলোচনা হচ্ছে। শিগগিরই সিটি করপোরেশন নির্বাচনের বিষয়ে দল চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। গণমাধ্যমকেও তা জানিয়ে দেয়া হবে।’’
শুক্রবার সকালে দলের নিখোঁজ যুগ্ম মহাসচিব সালাহউদ্দিন আহমেদের স্ত্রী হাসিনা আহমদসহ পরিবারের সদস্যদের সহমর্মিতা প্রকাশ করতে তার গুলশানে বাসায় যান মাহবুবুর রহমান।
বাসা থেকে বেরিয়ে তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, ‘‘সিটি করপোরেশন নির্বাচনের বিষয়ে দলে দুই রকমের ভাবনা-চিন্তা চলছে। তৃণমূল পর্যায়ে এ নিয়ে আলোচনা হচ্ছে। একপক্ষ বলছেন, দলের ব্যাপক জনসমর্থন রয়েছে। এই নির্বাচনে সরকারকে ফাঁকা মাঠে ছেড়ে দেয়া উচিৎ নয়। আরেক পক্ষ বলছেন, দলের প্রার্থী যারা হবেন, তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা। নেতা-কর্মীরা অনেকেই জেলে আছেন। এরকম পরিস্থিতিতে কিভাবে নির্বাচনে আমরা অংশ নেবো।’’
নিজের ব্যক্তিগত অভিমতের কথা তুলে ধরে সাবেক সেনা প্রধান বলেন, ‘‘দেশের যে পরিস্থিতি আজ সৃষ্টি হয়েছে, আজ আমাদের জাতীয় নির্বাচন নিয়ে বেশি ভাবতে হবে। দশম যে সংসদ চলছে, তা একটি প্রশ্নবিদ্ধ সংসদ। তাই দেশের একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের বিষয়টি এখন গুরুত্ব দিতে হবে।’’
ঢাকা ও চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে অংশ গ্রহণ করা কিংবা না করার বিষয়ে দলগতভাবে যেটা শক্তিশালী হবে দল তাই করবে বলে প্রত্যাশা করছেন মাহবুবুর রহমান।
নিউজবাংলাদেশ/আরআর/এএইচকে
নিউজবাংলাদেশ.কম