ক্ষমতায় যাবার স্বপ্ন দেখছে জাতীয় পার্টি: এরশাদ
ঢাকা: জাতীয় পার্টি ফের ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছে জানিয়ে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ বলেছেন, “এই স্বপ্ন আমাদের পূরণ হবেই ইনশাআল্লাহ। আগামী নির্বাচনে ১৫১ আসনে নির্বাচিত হয়ে স্বপ্ন পূরণ করবো।”
“দুই দলের শাসনব্যবস্থা থেকে ফিরে আসতে হবে। আর এজন্য জাতীয় পার্টির কেনো বিকল্প নেই” বলেও উল্লেখ করেন তিনি।
শুক্রবার গুলশানের একটি কনভেনশন সেন্টারে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এইচএম এরশাদের ৮৫তম জন্মবার্ষিকী উপলক্ষে জাতীয় পার্টি মহানগর উত্তর এ অনুষ্ঠানের আয়োজন করে।
হুসেইন মুহাম্মদ এরশাদ বলেন, “আজ দুদলের স্বৈরশাসন থেকে দেশের মানুষ মুক্তি চায়। দুই দল গণতন্ত্রের কথা বলেছিল, তারা বলেছিল, আপনি ক্ষমতা হস্তান্তর করুন, আমরা গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করবো। কিন্তু কথা রাখেনি তারা।”
আওয়ামী লীগ ও বিএনপির প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, “আপনারা কি গণতন্ত্র পুনঃউদ্ধার করেছেন? এ পর্যন্ত একটা সংসদও কার্যকর হয়নি, সংসদে বিরোধী দলের কোনো ভূমিকা নেই।”
একমাত্র জাতীয় পার্টিই বর্তমান সংসদে ‘কার্যকর’ বিরোধী দলের ভূমিকা রাখছে বলে দাবি করেন এরশাদ।
দেশের প্রধান দুই রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের ইঙ্গিত করে এরশাদ বলেন, “একজন ঘরে বসে জ্বালাও-পোড়াও করছে, আরেকজন ক্ষমতায় থেকে খুন, গুম-হত্যা চালাচ্ছে। আজ যাদের গুম করা হচ্ছে এসব লাশের খবর থাকে না। কেউ স্বামীহারা হচ্ছেন, কেউ হচ্ছে পিতৃহারা, আবার কেউ হচ্ছেন সন্তানহারা। দেশের বর্তমান অবস্থায় একমাত্র জাতীয় পার্টিই পারে মানুষের শান্তি ফিরিয়ে আনতে।”
জনগণ চাইলে জাতীয় পার্টি মাঠে নামবে-এমন মন্তব্য করে প্রধানমন্ত্রীর এই বিশেষ দূত বলেন, “ এখনও দেশের বিভিন্ন জেলার সাংগঠনিক কাযক্রম ঘুমন্ত অবস্থা আছে, সবাইকে জাগিয়ে তুলতে হবে। আমি প্রত্যেক জেলায় জাপার সম্মেলনে যাবো। যেসব জেলা নিষ্ক্রিয়, সেসব জেলা সক্রিয় করবো। সফরকালীন যদি হরতালও থাকে তবু এসব জেলা সফর করবো।”
নিউজবাংলাদেশ.কম/আরআর/কেজেএইচ
নিউজবাংলাদেশ.কম