শিবিরের অস্ত্র মজুদে বামপন্থি শিক্ষকদের সহযোগিতা
ঢাকা: চট্টগ্রাম সরকারি কলেজ ও মহসীন কলেজে বামপন্থি অধ্যক্ষ ও বিভাগীয় প্রধানদের যোগসাজশে ছাত্রশিবির অস্ত্রের মজুদ গড়েছে বলে অভিযোগ করেছে ছাত্রলীগ।
শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনে সংগঠনের সভাপতি এইচ এম বদিউজ্জামান এ অভিযোগ করেন।
বদিউজ্জামান বলেন, ‘ ২৭ নভেম্বর চট্টগ্রাম সরকারি কলেজ ও মহসীন কলেজের ছাত্রাবাসগুলোতে অভিযান চালিয়ে বিশাল অস্ত্র ভাণ্ডরের সন্ধান পায় পুলিশ।’
কলেজ দুটির বামপন্থী ও জামায়াত-শিবিরের মধ্যে যোগসাজশ রয়েছে দাবি করে তিনি বলেন, ‘বামপন্থি অধ্যক্ষ ও বিভাগীয় প্রধানরা কলেজ দুটিতে জামায়াত-শিবিরের অস্ত্রের মজুত গড়ে তুলতে প্রত্যক্ষ সহযোগিতা করেছে বলে আমরা জেনেছি।’
এসময় কলেজ দুটির বামপন্থি শিক্ষকদের বদলি করে সেখানে ‘প্রগতিশীল’ ভাবধারায় বিশ্বাসী শিক্ষক ও কর্মচারী নিয়োগ এবং কলেজের ছাত্রাবাস বন্ধ করে মেধার ভিত্তিতে আসন বণ্টনের দাবি করে ছাত্রলীগ।
এ সময় ছাত্রলীগের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক শামসুল কবির, মোস্তাফিজুর রহমান, দপ্তর সম্পাদক শেখ রাসেল, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মেহেদী হাসান ও সাধারণ সম্পাদক ওমর শরীফ উপস্থিত ছিলেন।
নিউজবাংলাদেশ.কম/এফএ
নিউজবাংলাদেশ.কম