News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৯:১১, ২০ মার্চ ২০১৫
আপডেট: ১৩:৫১, ১৮ জানুয়ারি ২০২০

সালাহ উদ্দিনের সন্ধানে বিদেশিদের সহযোগিতা নেয়ার পরামর্শ

সালাহ উদ্দিনের সন্ধানে বিদেশিদের সহযোগিতা নেয়ার পরামর্শ

ঢাকা: বিএনপির ‍যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদকে খুঁজে বের করতে প্রয়োজনে বিদেশি সংস্থার সহযোগিতা নিতে সরকারের প্রতি পরামর্শ দিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য লে. জেনারেল (অব.) মাহবুবুর রহমান।

শুক্রবার দুপুরে সালাহ উদ্দিনের গুলশানের বাসায় পরিবারের প্রতি সহমর্মিতা জানাতে মাহবুব তিনি। এসময় সাংবাদিকদের মাধ্যমে সরকারের কাছে তিনি এই আহ্বান জানান।

সালাহ উদ্দিন আহমেদ উদ্ধার না হওয়ায় উদ্বেগ প্রকাশ করে মাহবুবুর রহমান বলেন, “তার (সালাহ উদ্দিন) নিখোঁজের ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে কথা উঠেছে। তারা অবশ্যই জড়িত থাকতে পারে।”

তিনি বলেন, “সালাহ উদ্দিন আহমেদের সন্ধানে সরকার জনগণকে যে তথ্য দিচ্ছে তাতে প্রমাণ হয় আইনশৃঙ্খলা বাহিনীতে কতটা দুর্বলতা রয়েছে। তার নিখোঁজ হওয়ার ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর বর্তমান অবস্থার প্রতিফলন হয়েছে।”

অবিলম্বে তাকে নিরাপদে তার পরিবারের কাছে ফিরিয়ে দেয়ার আহ্বান জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, “যদি দেশের আইনশৃঙ্খলা বাহিনী তাকে উদ্ধারে সক্ষম না হয় তাহলে প্রয়োজনে বিদেশি সংস্থার সহযোগিতা নেয়া যেতে পারে।”

এ বিষয়ে সরকারের মন্ত্রী-এমপিরা যে ধরনের বক্তব্য দিচ্ছেন তা নিছক রসিকতা ছাড়া আর কিছু নয় বলেও মন্তব্য করেন মাহবুবুর রহমান।

এসময় সালাহ উদ্দিনের স্ত্রী হাসিনা আহমেদ তার স্বামীকে ফিরে পেতে আবারো প্রধানমন্ত্রীর সহযোগিতা কামনা করেন।

হাসিনা আহমেদ বলেন, “আমার স্বামীকে আইনশৃঙ্খলা বাহিনী তুলে নিয়ে গেছে, এ কথা তারা অস্বীকার করতে পারবে না।” তাকে দ্রুত আদালতে বা জনসম্মুখে হাজির করার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানান তিনি।

এসময় জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধ প্রজন্মের সভানেত্রী শামা ওবায়েদ উপস্থিত ছিলেন।

নিউজবাংলাদেশ.কম/আরআর/এফএ

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়