News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৯:০১, ১৮ মার্চ ২০১৫
আপডেট: ২৩:৪৮, ১৭ জানুয়ারি ২০২০

আ.লীগের দুগ্রুপের সংঘর্ষে ছাত্রলীগ নেতা নিহত

আ.লীগের দুগ্রুপের সংঘর্ষে ছাত্রলীগ নেতা নিহত

পাবনা: জেলার ঈশ্বরদী উপজেলার মুলাডুলি গ্রামে একটি মেলার নিয়ন্ত্রণ নিয়ে আওয়ামী লীগের দুগ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে বাঁধন খন্দকার (২৬) নামের এক ছাত্রলীগ নেতা নিহত হয়েছেন।

বুধবার দুপুর দেড়টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় গুলিবিদ্ধ হওয়াসহ আরও অন্তত ১০ জন আহত হয়েছেন।

নিহত বাঁধন মুলাডুলি গ্রামের ছানা খন্দকারের ছেলে এবং ১ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন।

পাবনার অতিরিক্ত পুলিশ সুপার সিদ্দিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘মুলাডুলি ইউনিয়নের মুলাডুলি গ্রামে রেলস্টেশনের পাশে হিন্দু সম্প্রদায়ের কালীপূজা উপলক্ষে আয়োজিত মেলার নিয়ন্ত্রণ নিয়ে ক্ষমতাসীন দলের স্থানীয় দুটি গ্রুপের মধ্যে বিরোধ চলছিল।

এরই জের ধরে বুধবার দুপুরে দুপক্ষের সমর্থকরা সংঘর্ষে জড়িয়ে পড়েন। সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে নিহত হন ছাত্রলীগ নেতা বাঁধন। এছাড়া আরো ১০ জন আহত হন। তাদের ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ঈশ্বরদী থানার ওসি বিমান কুমার দাশ জানান, ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করায় অতিরিক্ত পুলিশ ও র‌্যাব মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।

নিউজবাংলাদেশ.কম/এফএ

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়