News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৭:১৮, ১৮ মার্চ ২০১৫
আপডেট: ২৩:৪৮, ১৭ জানুয়ারি ২০২০

জয়কে হত্যার ষড়যন্ত্রের প্রতিবাদে মৎস্যজীবী লীগের সমাবেশ

জয়কে হত্যার ষড়যন্ত্রের প্রতিবাদে মৎস্যজীবী লীগের সমাবেশ

ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে ও তার তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যা পরিকল্পনার প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ করেছে আওয়ামী মৎস্যজীবী লীগ।

বুধবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালিত হয়।

সমাবেশে বক্তারা বলেন, সজীব ওয়াজেদ জয় আমাদের নতুনদিনের নেতা। বাংলাদেশকে সামনে এগিয়ে নিতে তার মতো তরুণ দেশপ্রেমিকের প্রয়োজন আছে। যারা চায় না দেশ উন্নতি করুক তারাই জয়কে হত্যার চেষ্টা করেছে। আমরা এ জঘন্য ঘটনার বিচার চাই। যারা এর পেছনে ছিল তাদের সবার কঠোর শাস্তি দাবি করছি সরকারের কাছে।’

বক্তারা আরও বলেন, বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দার মধ্যেও দেশ যেভাবে সামনে এগিয়েছে, এর দ্বারাই প্রমাণিত হয় প্রধানমন্ত্রী দেশকে সঠিক পথে নিয়ে যাচ্ছেন। অন্যদিকে দেশেকে ধ্বংস করার জন্য বিএনপি আন্দোলন করছে। অস্থিরতা ও সহিংস রাজনৈতিক পরিস্থিতি তৈরির জন্য বিএনপি ও তাদের সঙ্গে সংযুক্ত ২০দলের অবৈধ আন্দোলন জনগণ মানে না। জনগণ তাদের প্রত্যাখ্যান করেছে। তাদের অপকর্মের জন্য তাদের বিচার হবে।

প্রতিবাদ সভা ও মানববন্ধনে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য দেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ (এমপি)। বক্তব্য রাখেন মৎস্যজীবী লীগের সভাপতি আজিজুল হক হীরা, সহ সভাপতি আব্দুল গফুর, নুরে আলাম রবু, তাসলিম হোসেন লিটন, টিপু সুলতান প্রমুখ।

নিউজবাংলাদেশ.কম/আরবিএস/এফএ

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়