সালাহ উদ্দিনের বিষয়ে জরুরি তদন্ত চেয়েছে এইচআরডব্লিউ
ঢাকা: বিএনপির যুগ্ম-মহাসচিব সালাহ উদ্দিন আহমেদের বিষয়ে জরুরিভাবে স্বাধীন তদন্ত চেয়েছে হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)।
মঙ্গলবার সংস্থাটির এশিয়া অঞ্চলের পরিচালক ব্র্যাড অ্যাডামস এক বিবৃতিতে এ আহ্বান জানান।
বিবৃতিতে বাংলাদেশে বিরোধী নেতাদের ‘নিখোঁজের’ তদন্তে ব্যর্থতার ইতিহাস রয়েছে বলে মন্তব্য করা হয়।
ব্র্যাড অ্যাডামস বলেন, “আন্তর্জাতিক আইন অনুযায়ী, ‘জোরপূর্বক নিখোঁজ’ কর্তৃপক্ষের সঙ্গে যুক্ত বা সমর্থিত রাষ্ট্রীয় এজেন্ট অথবা ব্যক্তি বা দল দ্বারা স্বাধীনতার লংঘন।”
তিনি বলেন, “বিরোধী নেতাদের ‘নিখোঁজের’ তদন্তে বাংলাদেশ সরকারের ব্যর্থতার ইতিহাস রয়েছে। সালাহউদ্দিনের ‘নিখোঁজের’ ঘটনায় বিশ্বাসযোগ্য ও স্বাধীন তদন্ত প্রয়োজন। এটা জরুভিত্তিতে হওয়া উচিৎ, ৮ এপ্রিল খুব বিলম্বিত সময়।”
উল্লেখ্য, সালাহ উদ্দিনকে খুঁজে বের করার বিষয়ে হাইকোর্টে রিট করেছেন তার স্ত্রী। আদালত এ বিষয়ে রুলও জারি করেছেন। ৮ এপ্রিল বিষয়টি নিয়ে শুনানি হবে।
সালাহ উদ্দিনের স্ত্রী হাসিনা আহমেদের অভিযোগ, গত ১০ মার্চ রাতে উত্তরার ৩ নম্বর সেক্টরের ১৩-বি রোডের ৪৯/বি নম্বর বাসা থেকে ডিবি পুলিশ পরিচয়ে তার স্বামীকে তুলে নিয়ে যাওয়া হয়।
আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা বলছেন, তারা সালাহ উদ্দিন আহমেদের বিষয়ে অনুসন্ধান অব্যাহত রেখেছেন। এ বিষয়ে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান মঙ্গলবার বলেছেন, “সালাহ উদ্দিন আত্মগোপনে ছিলেন, এখনো আত্মগোপনে রয়েছেন।”
নিউজবাংলাদেশ.কম/এফএ
নিউজবাংলাদেশ.কম