News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১২:১৮, ১৭ মার্চ ২০১৫
আপডেট: ১১:০১, ৩ ফেব্রুয়ারি ২০২০

যুবদলের বিক্ষোভ বৃহস্পতিবার

যুবদলের বিক্ষোভ বৃহস্পতিবার

ঢাকা: বিএনপির যুগ্মমহাসচিব সালাহ উদ্দিন আহমেদের সন্ধানের দাবিতে বিক্ষোভ সমাবেশ করবে জাতীয়তাবাদী যুবদল।

বৃহস্পতিবার দেশের সকল জেলা ও মহানগরে  এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দলের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ ও সাধারণ সম্পাদক সাইফুল আলম নীরব এ কর্মসূচির কথা জানান।

সংগঠনের সকল জেলা ও মহানগর শাখাকে এ  কর্মসূচি বাস্তবায়ন করার আহ্বান জানিয়ে  নেতৃদ্বয় বলেন, “সালাহ উদ্দিন আহমেদকে তার পরিবারের  নিকট ফিরিয়ে দেয়া সরকারের দায়িত্ব। বিএনপির মতো একটি বৃহত্তম জনপ্রিয় দলের নেতা সালাহ উদ্দীনকে কারা তুলে নিয়ে গেছে বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী সরকার এর দায়ভার বহন করবে।”
 
সংগঠনের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক কাজী রফিক স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, “অহিংস রাজনীতির কর্মসূচি বাস্তবায়নে সালাহ উদ্দীন আহমেদের সাম্প্রতিক ভূমিকা জাতির কল্যাণেই ছিল। তার মতো  স্বচ্ছ ও পরিচ্ছন্ন রাজনীতিবিদকে অপহরণ বা গুম করে সরকার বিশ্ববাসীর কাছে প্রমাণ করলো বাংলাদেশের জনগণ কথা বললে তার কণ্ঠকে  স্তব্ধ করে দেয়া হয়।”

বিবৃতিতে নেতৃদ্বয় সরকারকে  সহনশীল হওয়ার আহ্বান জানিয়ে বলেন, “অন্যথায় দেশ ও জাতি আরও ভয়াবহ এবং কঠিন সংকটে পতিত হলে এর জন্য বর্তমান শাসক গোষ্ঠীকেই জনতার আদালতে জবাবদিহি করতে হবে।”

নিউজবাংলাদেশ.কম/আরআর/কেজেএইচ

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়