আইনশৃঙ্খলা বাহিনী সহযোগিতা করছে না: হাসিনা আহমেদ
ঢাকা: নিখোঁজ সালাহ উদ্দিনকে খুঁজে পেতে আইনশৃঙ্খলা বাহিনী সহযোগিতা করছে না বলে অভিযোগ করেছেন সালাহ উদ্দিনের স্ত্রী হাসিনা আহমেদ।
তিনি বলেন, “এখন পযর্ন্ত আইনশঙ্খলা বাহিনীর কেউ আমার বাসায় আসেন নি।”
মঙ্গলবার বিকেলে গুলশানে সালাহ উদ্দিনের নিজ বাসায় ইউট্যাবের একটি প্রতিনিধি দল সমবেদনা জানাতে গেলে সাংবাদিকদের কাছে তিনি এ অভিযোগ করেন।
হাসিনা আহমেদ বলেন, প্রধানমন্ত্রীসহ ১৬ কোটি মানুষের কাছে আমি আবেদন জানাই, আমার স্বামীকে ফিরিয়ে দেন। আমার স্বামীকে ফেরৎ চাই।
তিনি বলেন, “আমার সন্তানেরা তার বাবার কথা জিজ্ঞাসা করে আমি কোনো উত্তর দিতে পারি না। এখন পযর্ন্ত তার কোনো খোঁজ পাই নাই। আমি সরকারের কাছে আবেদন জানাই তাকে জন সম্মুখে আনুন।”
সালাহ উদ্দিনের পরিবারকে সমবেদনা জানাতে এসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপ উপচার্য আফম ইউসুফ হায়দার বলেন, “সালাহ উদ্দিনের মতো একজন সফল মানুষ নিখোঁজ হয়ে যাবেন সভ্য সমাজে তা হতে পারে না। তিনি অন্যায় করলে জন সম্মুখে এনে দেশের প্রচলিত আইন অনুযায়ী বিচার করা হোক। তিনি তো গুম হয়ে যেতে পারেন না।”
তিনি বলেন, “যারা মানবাধিকার, সুশীল সমাজ শান্তির কথা বলেন তারা কোথায়? তারা কোনো কথা বলছে না কেন ? সমাজের সকলে সোচ্চার হয়ে তাকে খুজেঁ বের করবে এবং পরিবারের কাছে ফিরিয়ে দিবে বলে আমি আশা করি।”
এ সময় আরও উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সুকোমল বড়ুয়া, অধ্যাপক মোরশেদ হাসান খান ও অধ্যাপক ইস্রাফিল রতন।
উল্লেখ্য, ১০ মার্চ রাতে গুলশানের একটি বাসা থেকে নিখোঁজ হন বিএনপির যুগ্মমহাসচিব সালাহ উদ্দিন আহমেদ। নিখোঁজের আগে তিনি বিএনপির আপদকালীন মুখপাত্রের দায়িত্ব পালন করছিলেন।
নিউজবাংলাদেশ.কম/আরআর/কেজেএইচ
নিউজবাংলাদেশ.কম