হরতাল বাড়লো ৪৮ ঘণ্টা, বৃহস্পতিবার বিক্ষোভ
ঢাকা: বুধবার ভোর ৬টা থেকে শুক্রবার ভোর ৬টা পর্যন্ত দেশব্যাপী অবরোধের পাশাপাশি ৪৮ ঘণ্টার হরতাল বাড়িয়েছে বিএনপি নেতৃত্বাধীন ২০ দল। পাশাপাশি হরতালের মধ্যেই বৃহস্পতিবার সারা দেশে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হবে।
এছাড়া শুক্রবার সারা দেশে বিএনপির যুগ্ম-মাহাসচিব সালাহউদ্দিনের জন্য মসজিদে দোয়া এবং অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে প্রার্থনা করবে ২০ দলীয় জোট।
মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বিএনপির আপদকালীন মুখপাত্র ও যুগ্ম-মহাসচিব বরকতুল্লাহ বুলু এ কর্মসূচির কথা জানান।
বিবৃতিতে বুলু বলেন, ‘‘সালাহউদ্দিনকে গ্রেফতারের কথা অস্বীকার করে সরকারের পক্ষ থেকে উচ্চ আদালতে সাজানো গল্প ফাঁদা হয়েছে এবং শীর্ষ পর্যায় থেকে উৎকট ব্যঙ্গ-বিদ্রুপ করা হয়েছে। এতে তার পরিবারের এবং আমাদের উৎকণ্ঠা তীব্র হচ্ছে।”
তিনি বলেন, “সালাহউদ্দিনের বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে তাকে গ্রেফতার করে আদালতে উপস্থাপন করার কথা আমরা বলেছি। কিন্তু তার মতো একজন গুরুত্বপূর্ণ রাজনৈতিক নেতাকে উধাও করে ফেলার মতো ধৃষ্টতাকে কোনো ক্রমেই মেনে নেয়া যায় না। এটা সকলের জন্য অনিরাপদ এক অসভ্য পরিবেশেই কেবল সম্ভব।’’
নিউজবাংলাদেশ.কম/আরআর/এজে
নিউজবাংলাদেশ.কম