News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৯:৩০, ১৭ মার্চ ২০১৫
আপডেট: ১২:১৪, ১৮ জানুয়ারি ২০২০

বঙ্গবন্ধুর পাশে বাটপারদের ছবি দেখে ব্যথিত হই

বঙ্গবন্ধুর পাশে বাটপারদের ছবি দেখে ব্যথিত হই

ঢাকা: ব্যানার পোস্টারে বঙ্গবন্ধুর পাশে টাউট-বাটপারদের ছবি দেখে ব্যথিত হন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সড়ক, পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

মঙ্গলবার দুপুরে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে শেখ মুজিবুর রহমানের ৯৬তম জন্মদিন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ ব্যথার কথা বলেন।

তিনি বলেন, “বিভিন্ন রাস্তায় বঙ্গবন্ধুর ছবির পাশে চাঁদাবাজ, টাউট বাটপার, ভূমিদস্যু ও লুটেরাদের ছবি লাগানো ব্যানার বিলবোর্ড দেখে আমি ব্যথিত হই। তাদের ছবি বঙ্গবন্ধুর পাশে দেখতে চাই না।”

তিনি ওইসব ব্যানার পোস্টার বিলবোর্ড ছিঁড়ে ফেলার জন্য নেতকর্মীদের আহ্বান জানিয়ে বলেন, “এতেই বঙ্গবন্ধুর আত্মা শান্তি পাবে।”

বিএনপির সঙ্গে সংলাপের সম্ভাবনা নাকচ করে দিয়ে কাদের বলেন, “বাংলাদেশে আইএস স্টাইলে কর্মকাণ্ড চালাচ্ছে বিএনপি, তাদের সঙ্গে সংলাপ করে লাভ কি? এগুলো বন্ধ করতে হবে। তারপর দেখা যাবে সংলাপ হবে কিনা।”

বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চিত্রনায়িকা দিলারা ইয়াসমিন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য সুজিত রায় নন্দী, ঢাকা মহানগরের সহ-সভাপতি ফয়েজউদ্দিন মিয়া, সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ, অভিনেত্রী ফাল্গুনী হামিদ প্রমুখ।

নিউজবাংলাদেশ.কম/এজে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়