সালাহ উদ্দিনের সন্ধান না পাওয়ায় উদ্বেগ
ঢাকা: বিএনপির যুগ্ম-মহাসচিব সালাহ উদ্দিন আহমেদের সন্ধান না পাওয়ায় উদ্বেগ প্রকাশ করে অবিলম্বে তাকে অক্ষত অবস্থায় তার পরিবারের নিকট ফিরিয়ে দিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি (বাংলাদেশ ন্যাপ)।
রোববার গণমাধ্যমে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে দলের চেয়ারম্যান জেবেল রহমান গানি ও মহাসচিব এম গোলাম মোস্তফা ভুইয়া এ আহ্বান জানান। যৌথ বিবৃতিতে তারা বলেন, “জনগণের জানমালের নিরাপত্তা দেয়া সরকারের দায়িত্ব। সরকার যদি এ দায়িত্ব পালনে ব্যর্থ হন, তাহলে তাদের ক্ষমতায় থাকার কোনো অধিকার নেই।”
সালাহউদ্দিনকে অক্ষত অবস্থায় ফিরিয়ে না দেয়া হলে দেশের রাজনীতিতে কালো ক্ষত সৃষ্টি হবে উল্লেখ করে নেতারা বলেন, “সরকার রাজনৈতিকভাবে আন্দোলন মোকাবেলায় ব্যর্থ
হয়ে বিরোধী দলের নেতাকর্মীদের নিশ্চিহ্ন করার অপচেষ্টা করছে। বিএনপি নেতা সালাহ উদ্দিনের নিখোঁজের ঘটনার দায় বর্তমান সরকার কোনোভাবেই এড়াতে পারে না।”
বিবৃতিতে তারা দেশের চলমান সঙ্কট উত্তরণে গণদাবি মেনে নিয়ে সব দলের অংশগ্রহণে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে দেশে জনগণের সরকার প্রতিষ্ঠার দাবিও পুনর্ব্যক্ত করেন।
নিউজবাংলাদেশ.কম/আরআর/এমএম
নিউজবাংলাদেশ.কম