News Bangladesh

রাঙামাটি সংবাদদাতা || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৩:৫১, ১৮ জানুয়ারি ২০২৫

বাঘাইছড়িতে বিএনপি সভাপতিসহ ৯ নেতা-কর্মীর পদ স্থগিত

বাঘাইছড়িতে বিএনপি সভাপতিসহ ৯ নেতা-কর্মীর পদ স্থগিত

ওমর আলী, সভাপতি, বাঘাইছড়ি উপজেলা বিএনপি। ছবি: নিউজবাংলাদেশ

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার বিএনপির সভাপতি ওমর আলী, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ও মদদে চাঁদাবাজিসহ নানা অভিযোগে ৯ নেতাকর্মীর পদ স্থগিত করেছে জেলা বিএনপি।

রাঙামাটি জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আবু নাছির ও সাধারণ সম্পাদক অ্যাডভোটেক মামুনুর রশিদের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, দলের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি ও দলের ভাবমূর্তি বিনষ্ট করাসহ দলের নীতি ও আদর্শ পরিপন্থী বিভিন্ন অপকর্মে লিপ্ত থাকার সুস্পষ্ট অভিযোগে বাঘাইছড়ি উপজেলা বিএনপির সভাপতি মো. ওমর আলী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. নুর উদ্দিন, পৌর যুবদলের সদস্য নুর কবির, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব নুরুল ইসলাম জিন্নাত, পৌর স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক ইমরান হোসেন জুম্মান, কাচালং কলেজ ছাত্রদলের সদস্য সচিব সারওয়ার গাজী, পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শাহাদাৎ মোল্লা, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আব্দুর রহমান ও উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আমির হোসেনকে পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত দলীয় সকল পদ-পদবী স্থগিত করা হয়েছে।

উপজেলা বিএনপির সভাপতি মো. ওমর আলীকে পৃথক পত্র এবং অপর আটজনকে আরেকটি পত্রের মাধ্যমে এই বহিষ্কারাদেশ দেয়া হয়। 

এই বিষয়ে জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশিদ জানান, বাঘাইছড়ি উপজেলা বিএনপির অভিযোগ ও বিভিন্ন পত্র-পত্রিকার নিউজের পরিপ্রেক্ষিতে উপজেলা বিএনপির সভাপতি ওমর আলী, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলের ৯ নেতাকর্মীর পদ স্থগিত করা হয়েছে। একই সাথে ৫ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়। যা আগামী ৩০ জানুয়ারির মধ্যের তদন্ত রিপোর্ট পেশ করা জন্য বলা হয়েছে। তার পরই তাদের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে।

নিউজবাংলাদেশ.কম/এনডি

সর্বশেষ

পাঠকপ্রিয়