News Bangladesh

নিউজ ডেস্ক  || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৯:৩৮, ১৭ জানুয়ারি ২০২৫

হিংসা-বিদ্বেষ ভুলে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান ফখরুলের 

হিংসা-বিদ্বেষ ভুলে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান ফখরুলের 

ছবি: সংগৃহীত

হিংসা-বিদ্বেষ ভুলে বাংলাদেশকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার আহ্বান জানিয়ে বিএনপির মহাসচিব, ঢাকা কলেজের সাবেক ছাত্র ও শিক্ষক মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ১৫ বছরের ফ্যাসিস্টবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে অনেক রক্তপাত হয়েছে। আমরা আবার একটা নতুন বাংলাদেশ পেয়েছি। চলেন সবাই একসঙ্গে মিলে সব হিংসা-বিদ্বেষ ভুলে গিয়ে নতুন বাংলাদেশকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যাই।

শুক্রবার (১৭ জানুয়ারি) মুন্সীগঞ্জের সিরাজদিখানে ঢালী আম্বার রিসোর্টে ঢাকা কলেজের প্রাক্তন ছাত্রদের পুনর্মিলনী অনুষ্ঠানে এ কথা বলেন মির্জা ফখরুল। ঢাকা কলেজের প্রাক্তন ছাত্র ও শিক্ষক ছিলেন তিনি। 

তিনি বলেন, তরুণ প্রজন্ম এখন অনেক এগিয়ে, তারা অনেক বেশি প্রযুক্তির সঙ্গে সম্পৃক্ত। অনেক বেশি তারা জানে আর এই জানাটার কোনো শেষ নেই। তরুণকে এখন সবচেয়ে বেশি লেখাপড়ার ওপর গুরুত্ব দেয়া দরকার। 

ছাত্রজীবনের স্মৃতিচারণ করে তিনি বলেন, ঢাকা কলেজ একটা সময় সবচেয়ে স্বনামধন্য একটা প্রতিষ্ঠান ছিল। আমরা ওই গৌরবটা যেন না হারাই, স্বাধীনতার পর আমার ঢাকা কলেজে পড়াশোনা করার সুযোগ হয়েছিল। সেই সময়ের এক্সপিরিমেন্ট আমার জীবনে একটা প্রাচীর হয়ে রয়েছে। এখানে এসে আমি অনেক আগে যারা কলেজ থেকে বেরিয়ে গেছে তাদের পেয়েছি। তখনকার সময় আর এখনকার সময় অনেক পার্থক্য। এখন অনেক চিন্তা ভাবনা, প্রযুক্তি এবং জেনারেশন বিরাট একটা পার্থক্য আছে। আমি গর্বিত মনে করি যে, আমি ঢাকা কলেজের ছাত্র।  আমি এই কলেজে যা শিখেছি, দেখেছি এবং ছাত্র রাজনীতির একটা এক্সরিয়েন্স সব মিলিয়ে ঢাকা কলেজের জীবনটা আমার জন্য আনন্দময় ছিল। সেখান থেকেই আমার জীবনের চমৎকার সময়টা শুরু হয়েছিল। 

তিনি আরও বলেন, আমরা অনেক দূর এগিয়েছি, আমাদের আরও অনেক দূর যেতে হবে। ঢাকা কলেজে সব সময় নেতৃত্ব দিয়েছে। ঢাকা কললেজের ছাত্ররা মেধার ভিত্তিতে এখন আরও বেশি সময় দিবে। 

ঢাকা কলেজের গ্র্যান্ড রিইউনিয়ন আয়োজক কমিটির আহ্বায়ক, ঢাকা কলেজের সাবেক ভিপি, কেন্দ্রীয় কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপুর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিশিষ্ট সাংবাদিক শফিক রেহেমান, বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। 

উপস্থিত ছিলেন-স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অবসর) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী, বিএনপি নেতা ফজলুল হক মিলন, সাবেক এমপি ও ভিপি বরকত উল্লাহ তুলা, ঢাকা কলেজের সাবেক ভিপি মীর নেওয়াজ আলী, ছাড়াও কলেজটির প্রাক্তন শিক্ষার্থী ছাড়া ও বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

ঢাকা কলেজ গ্র্যান্ড রিইউনিয়ন-২০২৫ কে কেন্দ্র করে রিসোর্টটি মিলন মেলায় রূপ নেয়। দিনব্যাপী খাওয়া-দাওয়া আনন্দ ছাড়াও কনসার্টে সঙ্গিত পরিবেশন করেন কণ্ঠশিল্পী ন্যান্সি। 

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়