News Bangladesh

নিউজ ডেস্ক  || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৮:১৪, ১৩ জানুয়ারি ২০২৫

ভারতে পালানোর পথে গ্রেফতার ইডেন কলেজ ছাত্রলীগ নেত্রী

ভারতে পালানোর পথে গ্রেফতার ইডেন কলেজ ছাত্রলীগ নেত্রী

ছবি: সংগৃহীত

ভারতে পালানোর পথে বেনাপোল ইমিগ্রেশনে গ্রেফতার হয়েছে ইডেন কলেজ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সুস্মিতা পান্ডে ও তার ভাই ছাত্রলীগ কর্মী সত্যজিত পান্ডে।

সোমবার (১৩ জানুয়ারি) বিকেলে বেনাপোল ইমিগ্রেশন ভবন থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বেনাপোল ইমিগ্রেশন ওসি ইমতিয়াজ আহসানুল কাদের ভূইয়া বলেন, তাদেরকে পোর্টথানা পুলিশে সোপর্দ করা হবে। গ্রেফতারদের বিরুদ্ধে ৫ আগস্টের পরবর্তী মামলা রয়েছে।

ইমিগ্রেশন পুলিশের ওসি ইব্রাহিম আহম্মেদ জানান, মাগুরা  জেলা সদরের স্বপন পান্ডের মেয়ে ১৩ জানুয়ারি সোমবার দুপুরে বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে প্রবেশকালে তাকে সন্দেহভাজন হিসাবে জিজ্ঞাসাবাদ করলে তিনি ঢাকার নিউ মার্কেট এলাকার একটি হত্যা মামলার আসামি  হিসাবে স্বীকার করেন। তিনি ঢাকা ইডেন কলেজ ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক।

এর আগে গত ১৫ ডিসেম্বর ইডেন মহিলা কলেজ শাখার সভাপতি তামান্না জেসমিন রিভা ও ১৪ ডিসেম্বর রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে নিশিতা ইকবাল নদীকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়