সোমবার ছাত্রদলের বিক্ষোভ মিছিল
ঢাকা: সাদা পোশাকধারী আইনশৃঙ্খলা বাহিনী কর্তৃক সাবেক ছাত্রদল নেতা বিএনপির যুগ্ম মহাসচিব সালাউদ্দিন আহমেদকে গ্রেফতারের পর অস্বীকার করা এবং দেশব্যাপী ছাত্রদল নেতাদের হত্যা, গুম গ্রেফতার ও নির্যাতনের প্রতিবাদে কর্মসূচি ঘোষণা করেছে জাতীয়তাবাদী ছাত্রদল।
সোমবার দেশের সকল জেলা, মহানগর এবং বিশ্ববিদ্যালয়গুলোতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করবে ছাত্রদল।
রোববার ছাত্রদলের সহ-সভাপতি নাজমুল হাসান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে ছাত্রদলের সভাপতি রাজিব আহসান ও সাধারণ সম্পাদক আকরামুল হাসান এ কর্মসূচি ঘোষণা করেন।
বিজ্ঞপ্তিতে নেতৃদ্বয় বলেন, ‘স্বৈরাচারী অবৈধ সরকার ক্ষমতায় টিকে থাকার জন্য রাষ্ট্রীয়ভাবে সন্ত্রাস চালাচ্ছে। পরিকল্পিতভাবে মানুষ হত্যা, অপহরণ, গুম এ সরকারের প্রধান বৈশিষ্ট্যে পরিণত হয়েছে। গ্রেফতার করে থানায় নিয়ে গুলি করে আহত ও পঙ্গু করে দেয়া সরকারের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিদিনের রুটিন ওয়ার্কে পরিণত হয়েছে। প্রতিনিয়ত দেশের আইন, সংবিধান এবং মানবাধিকার লঙ্ঘন করে সরকার বাংলাদেশকে বিশ্বের দরবারে মানবিক বিপর্যয়ের একটি দেশ হিসেবে পরিচিত করেছে।
তারা আরো বলেন, ‘কারো নামে মামলা থাকলে তাকে আইন অনুযায়ী গ্রেফতার করে আদালতে সোপর্দ করতে পারেন, কিন্তু গ্রেফতার করে দিনের পর দিন নিখোঁজ করে রাখার এখতিয়ার কোনো বাহিনীকে দেয়া হয়নি।’
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উদ্দেশে তারা বলেন, ‘বর্তমান অবৈধ সরকারের অন্যায় কাজে নিজেদেরকে জড়িত করবেন না, দেশের গণতন্ত্র ও বাক-স্বাধীনতাকে ধ্বংস করবেন না।’
নেতৃবৃন্দ বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদ, ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকন, সোহরাওয়ার্দী কলেজ শাখার সাধারণ সম্পাদক ইউসুফ কামাল জনি, তিতুমীর কলেজ ছাত্রদল নেতা মেহেদী হাসানকে নিঃশর্ত মুক্তি দিয়ে তাদের পরিবারের কাছে ফিরিয়ে দিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি জানান।
ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি ও সাধারণ সম্পাদক এ কর্মসূচি সংশ্লিষ্ট ইউনিট সমূহকে যথাযথভাবে পালনের নির্দেশ দেন।
নিউজবাংলাদেশ.কম/আরআর/এফএ
নিউজবাংলাদেশ.কম