খালেদা জিয়ার স্বাস্থ্যের উন্নতি, সময় কাটাচ্ছেন স্বজনদের সঙ্গে
ছবি: সংগৃহীত
যুক্তরাজ্যের লন্ডন ক্লিনিকে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার স্বাস্থ্যের উন্নতি হচ্ছে। বাংলাদেশ থেকে যাওয়ার পর একটু একটু করে তিনি সুস্থতার দিকে যাচ্ছেন। তার শারীরিক অবস্থা স্থিতিশীল আছে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও দলের স্থায়ী কমিটির সদস্য এ জেড এম জাহিদ হোসেন।
শনিবার (১১ জানুয়ারি) গণমাধ্যমকর্মীদের এ তথ্য জানান তিনি।
ডা. জাহিদ বলেন, লন্ডন ক্লিনিকে চিকিৎসাধীন খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। ছেলে, পুত্রবধূ ও নাতনিদের কাছে পেয়ে তিনি বেশ প্রফুল্ল অবস্থায় রয়েছেন। খালেদা জিয়ার আরও কিছু শারীরিক পরীক্ষা-নিরীক্ষা করা হবে।
বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য আরও জানান, ইতোমধ্যে ক্লিনিকের চিকিৎসকদের পরামর্শে যেসব পরীক্ষা করা হয়েছে, সেগুলোর রিপোর্ট পর্যালোচনা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে চিকিৎসা দেয়া হচ্ছে। চিকিৎসকেরা আরও কিছু পরীক্ষার পরামর্শ দিয়েছেন। দুই দিনের সাপ্তাহিক ছুটির পর সোমবার সেসব পরীক্ষা করা হবে বলে জানিয়েছেন চিকিৎসক জাহিদ হোসেন।
জানা যায়, খালেদা জিয়াকে প্রতিদিন তার বড় ছেলে তারেক রহমান ও তার স্ত্রী জোবায়দা রহমানসহ পরিবারের সবাই নিয়ম অনুযায়ী দেখতে যান। ডাক্তারের পরামর্শ অনুযায়ী বাসার খাবার খান খালেদা জিয়া। যুক্তরাজ্য বিএনপি সভাপতি এমএ মালেক ও সাধারণ সম্পাদক কয়সর এম আহমেদ প্রতিদিন সর্বক্ষণিক সহযোগিতা করছেন।
এ ছাড়া বাংলাদেশ থেকে যাওয়া চিকিৎসকদের সঙ্গে আগামী মঙ্গলবার (১৪ জানুয়ারি) লন্ডন ক্লিনিকের সমন্বিত একটি মেডিকেল বোর্ডের সদস্যরা বসতে পারেন বলে জানা গেছে। উন্নত চিকিৎসার জন্য ঢাকা থেকে কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে বুধবার (৮ জানুয়ারি) লন্ডন পৌঁছান বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। পরে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৬টায় ‘দ্য লন্ডন ক্লিনিকে’ ভর্তি করা হয় তাকে। সেখানে অধ্যাপক ডা. প্যাট্রিক কেনেডির অধীনে চিকিৎসাধীন সাবেক এ প্রধানমন্ত্রী। পুরোপুরি সুস্থ হওয়ার পরে হাসপাতাল থেকে ছেলে তারেক রহমানের বাসায় যাবেন বেগম জিয়া। সেখান থেকে সৌদি আরবে ওমরাহ শেষে দেশে ফিরবেন তিনি।
সর্বশেষ ২০১৭ সালের ১৫ জুলাই যুক্তরাজ্যেই চিকিৎসা নিতে গিয়েছিলেন ৭৯ বছর বয়সি খালেদা জিয়া। সেবার চোখ ও পায়ের চিকিৎসা নিয়েছিলেন। ৭৯ বছর বয়সি সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দীর্ঘদিন থেকে লিভার সিরোসিস, কিডনি, হার্ট, ডায়াবেটিস, আর্থ্রাইটিসসহ নানা শারীরিক সমস্যায় ভুগছেন।
নিউজবাংলাদেশ.কম/পলি