সমমনাদের নিয়ে মাঠে নামছে বিএনপি
ফাইল ছবি
শিগগিরিই নতুন কর্মসূচি নিয়ে মাঠে নামছে বিএনপি ও সমমনা দলগুলো। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ দাবি এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির আশানুরূপ উন্নতি না হওয়া ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে এই কর্মসূচি পালিত হবে। এ ক্ষেত্রে সভা-সমাবেশ, মানববন্ধন এবং পদযাত্রার মতো গণতান্ত্রিক ও নিয়মতান্ত্রিক কর্মসূচি আসতে পারে।
শনিবার (১১ জানুয়ারি) বিএনপির সঙ্গে বৈঠক শেষে এ কথা জানান ১২ দলীয় জোটের প্রধান ও জাতীয় পার্টির (কাজী জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার।
মোস্তফা জামাল বলেন, আমরা শিগগিরিই নতুন কর্মসূচি নিয়ে মাঠে নামছি। বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতি, সমস্যা এবং সংকটসহ নানান বিষয়ে দুই ঘণ্টাব্যাপী আলোচনা করেছি। আগামী দু-তিন দিনের মধ্যেই কর্মসূচির ঘোষণা আসবে।
তিনি বলেন, গত ৫ আগস্টের বিজয় আজকে বিভিন্নভাবে বিপদগ্রস্ত হতে চলেছে। আমরা সবাই উপলব্ধি করছি জুলাই-আগস্টের ফ্যাসিবাদবিরোধী সংগ্রামী মেজাজ, সেটা কিছুটা হলেও হারিয়ে যেতে বসেছে। আমাদের ঐক্যে কোথায় যেন একটা চিড় ধরেছে। আমরা এর সমাধান করতে চাই এবং আগামী দু-তিন দিনের মধ্যে সর্বদলীয়ভাবে জুলাই আগস্টে যেভাবে আন্দোলন করেছি, একত্রে ছিলাম, সেভাবে একত্রে পরবর্তী কর্মসূচি ঘোষণা করব। জনজীবনের বিরাজমান যে সমস্যা, দ্রব্যমূল্যের কশাঘাত ও নির্বাচন-সংক্রান্ত যে কুহেলিকা, যে ভিন্ন কথাবার্তা এবং ধূম্রজাল—এ সমস্ত সুনির্দিষ্ট ব্যাখ্যা আমরা প্রদান করব।
বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান সাংবাদিকদের বলেন, জুলাই-আগস্টের গণআন্দোলনে ফ্যাসিবাদের পতনে এক দফার একটা অংশ আমরা অর্জন করতে পেরেছি। আরেকটা অংশ হলো গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা। আমরা সবাই জানি, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা মানে হলো দেশে গণতান্ত্রিক শাসন প্রতিষ্ঠা। সেই শাসন প্রতিষ্ঠা হয় একটা জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে। আমরা সেটার জন্যই অপেক্ষা করছিলাম। কিন্তু সম্প্রতি নানাজনে নানারকম কথা বলা শুরু করেছেন। অন্য কিছু নির্বাচনের কথাও আলোচনা হচ্ছে। আমরা মনে করি, পতিত আওয়ামী সরকারের দোসররা যাতে কোনো সুযোগ না পায়, তার জন্য ৫ আগস্টের আগের মতো আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে।
বৈঠকে বিএনপির পক্ষে নজরুল ইসলাম ছাড়াও স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান ও ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু ছিলেন।
অন্যদিকে মোস্তফা জামাল হায়দারের নেতৃত্বে ১২ দলে ছিলেন বাংলাদেশ এলডিপির শাহাদাত হোসেন সেলিম, বাংলাদেশ জাতীয় দলের সৈয়দ এহসানুল হুদা, জমিয়তের গোলাম মহিউদ্দিন ইকরাম, বিকল্পধারা বাংলাদেশের অধ্যাপক নুরুল আমিন বেপারী, জাগপার রাশেদ প্রধান, লেবার পার্টির লায়ন ফারুক রহমান, প্রগতিশীল জাতীয়তাবাদী দলের (পিএনপি) ফিরোজ মো. লিটন প্রমুখ।
নিউজবাংলাদেশ.কম/পলি