News Bangladesh

নিউজ ডেস্ক  || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৮:১৪, ১০ জানুয়ারি ২০২৫

স্বৈরাচারী সরকারের মতো সিদ্ধান্ত গ্রহণযোগ্য নয়: সিপিবি 

স্বৈরাচারী সরকারের মতো সিদ্ধান্ত গ্রহণযোগ্য নয়: সিপিবি 

ফাইল ছবি

টিসিবির কর্মসূচির ট্রাক সেল বন্ধ, ৪৩ লাখ পরিবার কার্ড বাতিল করে প্রায় অর্ধকোটি মানুষের পরিবারেরকে কম মূল্যে পণ্য দেওয়া থাকে বঞ্চিত করার যে সিদ্ধান্ত নিয়েছে তা কোনভাবেই গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)।

দলটির দাবি, জনজীবনের সংকট নিরসনের জন্য মধ্যস্বত্বভোগী ও সিন্ডিকেটের বিলোপ, সার্বজনীন রেশন ব্যবস্থা ও ন্যায্যমূল্যের দোকান চালুর দাবি বাস্তবায়ন না করে নতুন করে ভ্যাট আরোপ; অন্তর্বর্তী সরকারের এসব সিদ্ধান্তই স্বৈরাচারী সরকারের মতোই জনগণের পকেট কাটার নীতি। 

শুক্রবার (১০ জানুয়ারি) সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দলটির সভাপতি মো. শাহ আলম ও সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স ক্ষোভ প্রকাশ করে এসব কথা বলেন।

বিবৃতিতে নেতাদ্বয় বিস্ময় প্রকাশ করে বলেন, সারকার সাধারণ মানুষের ওপর অপ্রতক্ষ্য কর বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে, যেমন সাধারণ মানুষের দৈনন্দিন খাদ্য, বিস্কুট, সাধারণ হোটেল, গ্যাসসহ অপরিহার্য পণ্যের ওপর ভ্যাট বৃদ্ধি করা হয়েছে, যা সাধারণ মানুষের জীবনকে অতিষ্ট করে তুলবে।

উচ্চ মুদ্রাস্ফীতি এবং আইএমএফের চাপে অন্তর্বর্তী সরকারের এই সিদ্ধান্ত প্রান্তিক, স্থায়ী উপার্জনকারী এবং নিম্ন-মধ্যম আয়ের মানুষের উপর যে নেতিবাচক প্রভাব পড়বে, তা দেশের অর্থনীতিতেও সংকট তৈরি করবে। এসব সিদ্ধান্ত প্রকারান্তরে স্বৈরাচারী সরকারের মতো জনগণের পকেট কাটার নীতি। যা নিয়েছে অন্তর্বর্তী সরকার।

বিবৃতিতে অবিলম্বে সরকারের এই সিদ্ধান্ত বাতিল, বিদেশে পাচার করা অর্থ, খেলাপি ঋণ আদায় ও ধনীদের প্রয়োজনীয় বিশেষ কর আরোপের আহ্বান জানান হয়।

অপর এক বিবৃতিতে ময়মনসিংহে মাজারে হামলা, রানীশংকৈলে অনুষ্ঠান পণ্ডসহ বিভিন্ন স্থানে ‘মব’ এর নমে অরাজকতা সৃষ্টির তীব্র নিন্দা জানিয়ে, অবিলম্বে হামলাকারীদের চিহ্নিত ও এদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং জনজীবনে নিরাপত্তা বিধানের দাবি জানান হয়।

বিবৃতিতে জনজীবনের সংকট নিরসন ও নিজস্ব দাবি আদায়ে সচেতন এবং সংগঠিত হওয়ার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানানো হয়।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়