News Bangladesh

নিউজ ডেস্ক  || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৭:৪২, ১০ জানুয়ারি ২০২৫

‘মাইনাস ২ ফর্মুলার কুশীলবদের আশা কোনোদিনই পূরণ হবে না’

‘মাইনাস ২ ফর্মুলার কুশীলবদের আশা কোনোদিনই পূরণ হবে না’

ছবি: সংগৃহীত

চিকিৎসার জন্য খালেদা জিয়ার বিদেশ যাওয়াকে কেন্দ্র করে মাইনাস টু ফর্মুলার কুশীলবদের আশা কোনোদিনই পূরণ হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। 

তার মতে, খালেদা জিয়ার বিদেশ যাওয়াকে কেন্দ্র করে অনেকেই মাইনাস টু ফর্মুলার কথা বলছেন। এটা তাদের মনগড়া কথা। সেই আশা কখনোই পূরণ হবে না। কারণ বর্তমানে বিএনপি অনেক বেশি শক্তিশালী দলে পরিণত হয়েছে।

শুক্রবার (১০ জানুয়ারি) দেশে ফেরা বিএনপির কয়েকজন নেতাকর্মীকে নিয়ে রাজধানী শেরেবাংলা নগরস্থ শহীদ জিয়াউর রহমানের কবরে পুষ্পস্তবক অর্পণের পর এসব কথা বলেন তিনি।

বিএনপির এই নেতা বলেন, ম্যাডাম যাওয়ার পরে মাইনাস টু এর কথা সামনে আসছে। কেউ যদি মনে মনে মন গড়া কথা বলেন সেটা তাদের সমস্যা। ওইটা এরশাদ পারে নাই। ওইটা ওয়ান-ইলেভেন (এক-এগার) পারে নাই। আর এখন তো বিএনপি তার চেয়ে অনেক বেশি শক্তিশালী দল। বিএনপি ত্যাগ করে আজকে একটি সবচেয়ে শক্তিশালী দলে পরিণত হয়েছে। সুতরাং ওই সমস্ত মনগড়া কথার উত্তর দেয়ারও আমি প্রয়োজন বোধ করি না।

গণতন্ত্র প্রতিষ্ঠার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র প্রতিষ্ঠা হতেই হবে। এটাই প্রথম ধাপ। নির্বাচন হলো প্রথম সংস্কার। এটা দিয়েই শুরু করতে হবে সংস্কার এবং গণতন্ত্রের আন্দোলন। এর মাধ্যমেই গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করতে হবে।

বিএনপির এই নেতা আরও বলেন, আন্দোলন একদিনে হয়নি। এই আন্দোলনের পেছনে গত ১৫-১৬ বছরে কত লোক যে ত্যাগ স্বীকার করেছে সেটা অনেকে ভুলে যায়। এই লোকগুলো কিন্তু আন্দোলনের বড় একটা অংশ। এদেরকে বাদ দিয়ে কোনো আন্দোলন হয়নি। বিদেশে থেকেও নেতাকর্মীরা আন্দোলনে সোচ্চার ছিলেন এবং জনমত তৈরি করেছেন। দেশে তাদের পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। এই ত্যাগ ভোলার মতো নয়। 

তিনি বলেন, এরা যুক্তরাষ্ট্রের সরকারের ওপর চাপ সৃষ্টি করেছে। যুক্তরাষ্ট্র সরকারের আইন প্রণেতাদের ওপর, কংগ্রেসম্যান, সেনেটর এদের ওপর চাপ সৃষ্টি করেছে। বিভিন্ন সংস্থার ওপর চাপ সৃষ্টি করেছে। এর ফলশ্রুতিতে বাংলাদেশে এদের পরিবার অনেক ক্ষতির সম্মুখীন হয়েছে। কিন্তু এরা সেখানে থেমে থাকেনি। 

এ সময় উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র নিউইয়র্ক স্টেট বিএনপির সভাপতি অলিউল্লাহু আতিকুর রহমান, সহ-সভাপতি জসিম উদ্দিন বিবি, সাধারণ সম্পাদক সাইদুর রহমান সাঈদ, যুক্তরাষ্ট্র বিএনপির নেতা হুমায়ুন কবীর, রানা চৌধুরী, শাহিন আব্দুল্লাহ, কাউসার আলম প্রমুখ।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়