News Bangladesh

রাজনীতি ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৯:৪৫, ৫ জানুয়ারি ২০২৫
আপডেট: ১৯:৫৬, ৫ জানুয়ারি ২০২৫

পুলিশ হত্যা মামলায় গ্রেফতার দেখানো হল সাবেক মন্ত্রী লতিফ বিশ্বাসকে

পুলিশ হত্যা মামলায় গ্রেফতার দেখানো হল সাবেক মন্ত্রী লতিফ বিশ্বাসকে

আব্দুল লতিফ বিশ্বাস। ফাইল ছবি

সাবেক মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ বিশ্বাসকে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে সিরাজগঞ্জের এনায়েতপুর থানায় হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিদসংযোগ এবং ১৫ পুলিশ হত্যার ঘটনায় দায়ের করা মামলায় গ্রেফতার (শ্যোন অ্যারেস্ট) দেখানো হয়েছে। 

রবিবার (৫ জানুয়ারি) সন্ধ্যায় গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন সিরাজগঞ্জের পুলিশ সুপার মো. ফারুক হোসেন।

তিনি বলেন, লতিফ বিশ্বাসকে এনায়েতপুরে পুলিশ হত্যা মামলায় সন্দিগ্ধ আসামি হিসেবে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

 সাবেক মন্ত্রী লতিফ বিশ্বাস আটক

এর আগে এদিন দুপুরে সিরাজগঞ্জের বেলকুচি পৌর এলাকার কামারপাড়ায় নিজ বাসায় অভিযান চালিয়ে লতিফ বিশ্বাসকে আটক করে যৌথবাহিনী। আটকের পর তাকে সিরাজগঞ্জ সরকারি কলেজে সেনাক্যাম্পে নেওয়া হয়। সেখানে জিজ্ঞাসাবাদ শেষে পুলিশে হস্তান্তর করা হয়।   

২০০৯ থেকে ২০১৩ সাল পর্যন্ত মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রীর দায়িত্ব পালন করেন আব্দুল লতিফ বিশ্বাস। এছাড়াও তিনি সিরাজগঞ্জ জেলা পরিষদের দুবার চেয়ারম্যান নির্বাচিত হন এবং জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতির দায়িত্বও পালন করেন।  

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়