সংবিধানের অনুচ্ছেদ ৭০ বাতিল নির্বাচনের পথে বাধা: রিজভী
ছবি: সংগৃহীত
সংবিধানের অনুচ্ছেদ ৭০ বাতিলে প্রার্থী কেনাবেচার হিড়িক শুরু হবে মন্তব্য করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, এতে স্বাভাবিক নির্বাচনের পথে বাধা সৃষ্টি হবে।
শনিবার (৪ জানুয়ারি) রাতে জাতীয়তাবাদী শ্রমিক দলের আয়োজনে রাজধানীর বিভিন্ন এলাকায় দরিদ্রদের মাঝে কম্বল বিতরণ শেষে এই মন্তব্য করেন তিনি।
সদরঘাট, গুলিস্তান, কমলাপুর, মহাখালী ও কারওয়ান বাজারে দরিদ্র মানুষের মাঝে কম্বল বিতরণ করেন রুহুল কবির রিজভী।
এ সময় তিনি বলেন, এক বছর আগেও গরীব-দুঃখীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করতে দেয়নি আওয়ামী লীগ, এখন বিনা বাধায় ভালো কাজ করা সম্ভব হচ্ছে।
নির্বাচনের কথা বললেই অনেকে রাগান্বিত হচ্ছেন উল্লেখ করে যতদ্রুত সম্ভব নির্বাচনের মাধ্যমে জনগণের অধিকার জনগণকে ফিরিয়ে দেয়ার তাগিদ দিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
সংবিধান সংস্কার প্রসংগে বলেন, ক্ষমতা দীর্ঘায়িত করতে সংবিধানে যে পরিবর্তন করা হয়েছিল সেগুলো সংস্কার করা যেতে পারে, কিন্তু এই মুহুর্তে অনুচ্ছেদ ৭০ বাতিল করা উচিত হবে না।
তিনি বলেন, হাসিনার লুটপাটের কারণেই নিত্যপণ্যের দাম বৃদ্ধি পেয়েছে। অন্তর্বর্তী সরকারের উচিত পণ্যের দাম শ্রমজীবি মানুষের ক্রয় ক্ষমতার ভেতর রাখা।
একই সঙ্গে সরকারকে সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর ব্যাবস্থা নেয়ার দাবি জানান তিনি। এসময় বিভিন্ন খাতে সংস্কারের প্রসংগে তুলে বলেন তাড়াহুড়া করে করা সংস্কার আরও বেশি ক্ষতিকর হতে পারে।
নিউজবাংলাদেশ.কম/পলি