News Bangladesh

রাজনীতি ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৮:৫৯, ৪ জানুয়ারি ২০২৫
আপডেট: ১১:৩৪, ৪ জানুয়ারি ২০২৫

খালেদা জিয়ার গাড়িবহরে হামলা, ছাত্রলীগ নেতা হাসান গ্রেফতার

খালেদা জিয়ার গাড়িবহরে হামলা, ছাত্রলীগ নেতা হাসান গ্রেফতার

নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক নেতা মো. আবুল হাসান। ছবি: সংগৃহীত

২০১৫ সালে বেগম খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ঘটনার মামলায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক নেতা মো. আবুল হাসানকে (৪০) গ্রেফতার করা হয়েছে। তিনি তেজগাঁও থানা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি।

শুক্রবার (৩ জানুয়ারি) রাজধানীর মনিপুরি পাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবকিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান।

তিনি বলেন, '২০১৫ সালে ২০ এপ্রিল ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র পদে কারওয়ান বাজারে নির্বাচনী প্রচারণা চলছিল। সেই নির্বাচনী প্রচারণায় বিএনপির মনোনীত প্রার্থী তাবিথ আওয়ালের পক্ষে অংশগ্রহণ করেন খালেদা জিয়া। সেই প্রচারণার গাড়িবহরে হামলা চালানো হয়।'

এ ঘটনায় গত ২২ আগস্ট তেজগাঁও থানায় দায়ের করা মামলার এজাহারভুক্ত আসামি আবুল হাসান। তার বিরুদ্ধে তেজগাঁও থানায় একটি নিয়মিত মামলা রুজু আছে বলেও জানান তালেবুর রহমান।
 

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়