খালেদা জিয়ার খোঁজখবর নিতে গুলশানের বাসায় গেলেন সেনাপ্রধান
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। ফাইল ছবি=
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদার স্বাস্থ্যের খোঁজখবর নিতে তার গুলশানের বাসভবনে গিয়েছিলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
বৃহস্পতিবার (২ জানুয়ারি) রাতে সংবাদমাধ্যমকে পাঠানো এক বার্তায় বিএনপি চেয়ারপারসনের মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান।
তিনি বলেন, 'রাত সাড়ে ৮টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের বাসভবনে আসেন সেনাপ্রধান। তিনি দেশনেত্রী খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজখবর নেন। তিনি প্রায় ৪০ মিনিটের মতো সেখানে অবস্থান করেছিলেন। সেনাপ্রধানের সঙ্গে তার সহধর্মিণী ছিলেন।'
শায়রুল কবির বলেন, 'সে সময় মেজর জেনারেল (অব.) ফজলে এলাহি আকবর তাদের স্বাগতম জানিয়েছেন। বিএনপি চেয়ারপারসন যেন দ্রুত সুস্থ হয়ে ওঠেন সেই দোয়া করেছেন সেনাপ্রধান।'
নিউজবাংলাদেশ.কম/এসবি