আ.লীগ স্বাধীনতার পর থেকে হিন্দুদের নির্যাতন করেছে: পুরোহিত মিলন
পুরোহিত মিলন চন্দ্র ভট্টাচার্য। ছবি: নিউজবাংলাদেশ
গাইবান্ধায় জামায়াতে ইসলামীর কর্মী সমাবেশে হিন্দুধর্মীয় নেতা পুরোহিত মিলন চন্দ্র ভট্টাচার্য (ঠাকুর) বলেছেন, বিগত সময়ে আওয়ামী লীগ হিন্দুদের ঘাড়ে বন্দুক রেখে দেশের সম্পদ লুট করে বিদেশে পাচার করেছে। তারা হিন্দুদের যদি এতোই ভালোবেসে থাকে তাহলে কেন ২০১৪ থেকে ২০১৭ সাল পর্যন্ত অর্ধশতাধিক মন্দিরের পুরোহিতকে হত্যা করেছে।
মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সকালে গাইবান্ধা ইসলামিয়া উচ্চ বিদ্যালয় মাঠে তিনি এসব কথা বলেন।
এই কর্মী সম্মেলনে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
পুরোহিত মিলন চন্দ্র ভট্টাচার্য বলেন, বাংলাদেশের সম্ভাব্য প্রধানমন্ত্রী জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। তিনি এ দেশের প্রধানমন্ত্রী হলে দেশের সকল ধর্মের মানুষ নিরাপদে থাকবে, শান্তিতে থাকবে।
তিনি আরও বলেন, আওয়ামী লীগ সরকার হিন্দুদের ব্যবহার করে সুবিধা নিয়েছেন। এদেশের ইতিহাসে কোনো দল হিন্দুদের মন্দির, বাড়ি ঘর পাহারা দেয়নি। কিন্তু জামায়াতে ইসলামী আমাদের বাড়িঘর পাহারা দিয়েছেন। ৫ আগস্টের আগে আমাদের ধর্মীয় উৎসবে পুলিশের পাহারার প্রয়োজন ছিলো। পুলিশি পাহারায় আমাদের ধর্মীয় উৎসব করতে হয়েছে। কিন্তু এই বছর আমাদের উৎসবে নিরাপত্তার জন্য কোনো পুলিশের প্রয়োজন হয়নাই। আমরা নিরাপদে উৎসব করেছি।
জেলা জামায়াতের আমির আব্দুল করিমের সভাপতিত্বে এসময় মিলন চন্দ্র বলেন, গাইবান্ধা জেলাসহ দেশের সনাতন ধর্মাবলম্বী সকল মানুষকে জাগ্রত হতে হবে। আওয়ামী লীগের পক্ষে থাকার আর কোন সুযোগ নেই। আওয়ামী লীগ স্বাধীনতার পর থেকে হিন্দুদের শুধু নির্যাতন করেছে৷ তাই সবধরনের সংশয় দুর করে আগামী নির্বাচনে জামায়াতে ইসলামীকে ভোট দিতে হবে। জামায়াতের আমীর দেশের দায়িত্ব পেলে আজীবনের জন্য আমরা কোন নির্যাতিত হবোনা, ধর্মীয় কোন অনুষ্ঠান করতে গেলে পুলিশি নিরাপত্তা লাগবেনা।
এসময় তার বক্তব্যের প্রতি পূর্ণ সমর্থন দিয়ে উপস্থিত নেতাকর্মীরা ও উপস্থিত জনতারা হাত তুলে ইসলামী স্লোগান দিতে থাকেন। পরে ইসকন নেতার কর্মকান্ডের তীব্র সমালোচনাও করেন এই হিন্দু নেতা।
নিউজবাংলাদেশ.কম/এনডি