আদালতকে আইনশৃঙ্খলা বাহিনী
সালাহ উদ্দিনকে ‘খুজে পাওয়া যায়নি’
ঢাকা: বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদকে এখনো ‘খুজে পায়নি’ আইনশৃঙ্খলা বাহিনী।
রোববার হাইকোর্টে দাখিল করা আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।
এদিন সকালে ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. বশির উল্লাহ সাংবাদিকদের বলেন, ‘এসবি, সিআইডি, র্যাব, ডিএমপি ও পুলিশ হেড কোয়ার্টার থেকে পাঁচটি রিপোর্ট পেয়েছি। সবাই জানিয়েছে তারা সালাউদ্দিনের কোনো সন্ধান এখনও পায়নি।
সালাহ উদ্দিনের পরিবারের অভিযোগ, গত ১০ মার্চ রাতে উত্তরার একটি বাসা থেকে তাকে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে কিছু ব্যক্তি তুলে নিয়ে গেছে। তবে সরকার বা আইনশৃঙ্খলা বাহিনী বিষয়টি এখনো স্বীকার করেনি।
সালাহ উদ্দিনের স্ত্রী হাসিনা আহমেদ স্বামীর সন্ধান চেয়ে হাইকোর্টে গেলে বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকী ও বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুরের বেঞ্চ গত বৃহস্পতিবার সালাহ উদ্দিনকে কেন খুঁজে বের করে আদালতে হাজিরের নির্দেশ দেয়া হবে না- তা জানতে চেয়ে একটি রুল জারি করেন। রোববারের মধ্যে এ রুলের জবাব দিতে বলা হয়।
সে অনুযায়ী বিভিন্ন বাহিনীর পক্ষ থেকে অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে প্রতিবেদন জমা দেয়া হয়।
নিউজবাংলাদেশ.কম/এফএ
নিউজবাংলাদেশ.কম