বাপের বেটি হলে দেশে এসে বক্তব্য দেন: রিজভী
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। ছবি: সংগৃহীত
লেডি ফেরাউন শেখ হাসিনা ক্ষমতা টিকে থাকতে শিশুসহ লাখ মানুষকে গুলি করতে পিছপা হয়নি বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
সোমবার (৯ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে মানিকগঞ্জের শিবালয় উপজেলার রূপসা গ্রামের শহিদ রফিকুল ইসলামের বাড়িতে ‘আমরা বিএনপি পরিবার’ আয়োজিত জুলাই-আগস্ট অভ্যুত্থানে নিহত ও আহত পরিবারের সাথে মতবিনিময় কালে তিনি এসব কথা বলেন।
শেখ হাসিনার তীব্র সমালোচনা করে রিজভী বলেন, খবরের কাগজে দেখলাম স্বৈরাচার শেখ হাসিনা ভার্চুয়ালি লন্ডনে বক্তব্য রাখবেন। তারেক রহমান যখন ভার্চুয়ালি বক্তব্য দিয়েছেন তখন কতোই না ব্যঙ্গ বিদ্রুপ করেছেন। এখন আবার ভার্চুয়ালি বিবৃতি কেন। ভারতে বসে যুক্তরাজ্যের জনসমাবেশে ভার্চুয়ালি বক্তব্য না দিয়ে বাপের বেটি হলে দেশে এসে বিবৃতি দেন।
তিনি বলেন, শেখ হাসিনা এতটাই নতজানু ছিল যে সীমান্ত রক্তাক্ত হলেও একটা প্রতিবাদ করতে সাহস পাননি। নিজের দেশের গণতন্ত্রের জন্য যারা কথা বলেছে তাদের জায়গা হয়েছে কারাগারে।
তিনি বলেন, শেখ হাসিনা চাচ্ছিলেন প্রয়োজনে ১০ লাখ মারা যাবে। খালেদা জিয়া ঘাতক শেখ হাসিনার নিকট আত্মসমর্পণ করেনি। শেখ হাসিনা তারেক রহমানকে নিয়ে ব্যঙ্গাতক করেছেন, এখন তিনি কনফারেন্সের মাধ্যমে লন্ডনে বক্তব্য দেন। বাপের বেটি হয়ে থাকলে দেশে এসে বিবৃতি দেন। আর ভারত হাসিনার জন্য মায়া কান্না করছেন। ষড়যন্ত্র করে বেড়াচ্ছেন। মিডিয়ায় গুজব ছড়াচ্ছে।
বিএনপির শীর্ষ এই নেতা বলেন, পালিয়ে যাওয়া শেখ হাসিনাকে ভারত আশ্রয় দিয়েছে। আমাদের প্রতিনিয়ত ভারতনির্ভর করেছে শেখ হাসিনা।
ভারতকে উদ্দেশ্য করে তিনি বলেন, আপনারা তার কথায় বাংলাদেশে বিদ্যুৎ দেবে না বলে হুমকি দেন। কথায় কথায় চাল, আলু, পেঁয়াজসহ আমদানিযোগ্য পণ্য বন্ধ করার হুঁশিয়ারি দেন। আপনারা কি মাগনা দিচ্ছেন নাকি। আমরা আপনাদের ন্যায্য টাকা দিয়ে পণ্য আনি। আপনারা যদি এগুলো পাঠানো বন্ধ করে দেন তাহলে আমাদের দেশের কৃষকরাই সবচেয়ে বেশি খুশি হবে। এবারে যে পরিমাণে বোরো ধান উৎপাদন হয়েছে তাতে আমাদের আর চাল আমদানি করতে হবে না। আমরাও স্বয়ং সম্পূর্ণ দেশে রুপান্তর হবো।
তিনি বলেন, ভারতের এখন ঘুম নেই, তাদের এত মাথা ব্যাথা, সারাবিশ্ব সরকারকে সমর্থন দিলেও ভারত সরকার অভিনন্দন না জানিয়ে খুনী হাসিনাকে আশ্রয় দিয়েছে। আমার দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি হাজার বছরের। আমাদের দেশে কখনও সাম্প্রদায়িক দাঙ্গা দেখিনি। আপনারা গুজরাটে ২ দিনে ২ হাজার মুসলমান হত্যা করলেন। আপনারা ৪০০ বছরের সম্রাট বাবরের মসজিদ ভেঙে মন্দির বানালেন। এত কিছু করেও আপনাদের দোষ নেই। সব দোষ আমাদের। ইস্কন নেতা তন্ময় অপরাধের কারণে আটক করা হয়েছে। তার জন্য আপনারা তুলকালাম কাণ্ড ঘটালেন। আমরা তো আপনাদের জন্য কোনো মন্তব্য করিনি।
রিজভী বলেন, দ্রুত সময়ে নির্বাচনের মাধ্যমে বিএনপি ক্ষমতায় আসবে বলে আশা করি। বিএনপিতে কেউ অনিয়ম করলে কাউকে ছাড় দেওয়া হচ্ছে না।
এ সময় আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান রুমনের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন- বিএনপির কেন্দ্রীয় কমিটির কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিল্লাত, জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রিতা, সাধারণ সম্পাদক এস জিন্নাহ কবিরসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
নিউজবাংলাদেশ.কম/পলি