News Bangladesh

রাজনীতি ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৩:০৬, ৭ ডিসেম্বর ২০২৪

শেখ হাসিনাকে যে রক্ষা করতে চাইবে, তাদেরও বিচার হবে: রিজভী

শেখ হাসিনাকে যে রক্ষা করতে চাইবে, তাদেরও বিচার হবে: রিজভী

বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ছবি: সংগৃহীত

খুনি শেখ হাসিনার জন্য পার্শ্ববর্তী দেশের রাজনীতিবিদ থেকে শুরু করে সবাই মায়াকান্না করছে বলে মন্তব্য করেছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, ভারত তাদের নিজস্ব স্বার্থ শেখ হাসিনাকে দিয়ে রক্ষা করতে চায়। এজন্য তারা কুমিরের কান্না, কাঁদছে।

শনিবার (৭ ডিসেম্বর) জুলাই-আগস্ট ছাত্রজনতার আন্দোলনে আহতদের দেখতে রাজধানীর বার্ন ইনস্টিটিউটে যান বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব। এ সময় তিনি এ কথা বলেন। 

বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, 'বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর অত্যাচার করা হচ্ছে বলে পার্শ্ববর্তী দেশের মিডিয়া থেকে শুরু করে সবাই অপপ্রচার চালাচ্ছে। ভারতের বর্তমান অবস্থা দেখে মনে হচ্ছে, হিংস্র ঘাতক ও রক্ত পিপাসুরা ওই দেশে বাস করে।'

শেখ হাসিনার বিচার প্রসঙ্গে রুহুল কবির রিজভী বলেন, 'শেখ হাসিনার বিচার হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। তাকে যে রক্ষা করতে চাইবে, তাদেরও ট্রাইব্যুনালে বিচার করা হবে।  কোনো হুমকি-ধামকি দিয়ে বিচার থেকে রক্ষা পাওয়া যাবে না।'

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়