News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৪:২৭, ৪ ডিসেম্বর ২০২৪
আপডেট: ১৪:২৭, ৪ ডিসেম্বর ২০২৪

শেখ হাসিনার আমলে সংখ্যালঘুরা সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে: রিজভী

শেখ হাসিনার আমলে সংখ্যালঘুরা সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে: রিজভী

বক্তব্য রাখছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ছবি: সংগৃহীত

শেখ হাসিনার পতন ভারত একেবারেই মেনে নিতে পারছে না বলে মন্তব্য করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, তাই বাংলাদেশ নিয়ে মিথ্যাচার করছে বিজেপি ও তার মিডিয়া। 

বুধবার (৪ ডিসেম্বর) জাতীয় প্রেসক্লাবে এক সমাবেশ ও পদযাত্রায় পূর্বে তিনি এসব কথা বলেন। 

রিজভী বলেন, শেখ হাসিনার আমলে সংখ্যালঘুরা সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে। কিন্তু ভারত তখন কোনো প্রতিবাদ করেনি। আর এখন ছাত্র-জনতার বিপ্লবকে ধু্লিসাৎ করতে বাংলাদেশ নিয়ে মিথ্যাচার করছে ভারত।

এ সময় লড়াইয়ের মধ্য দিয়ে দিল্লির দ্বাসত্ব রুঁখে দেয়ার হুঁশিয়ারি দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব।

ভারতে অবস্থিত বাংলাদেশ হাই কমিশনারের অফিসে হামলার প্রতিবাদে এ মিছিল করে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট। মিছিলটি প্রেস ক্লাবের সামনে থেকে শুরু হয়ে নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়