News Bangladesh

নিউজ ডেস্ক  || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৩:৫৯, ১ ডিসেম্বর ২০২৪

ন্যায়বিচার প্রতিষ্ঠিত করেছেন আদালত: রিজভী

ন্যায়বিচার প্রতিষ্ঠিত করেছেন আদালত: রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ছবি: সংগৃহীত

২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় হাইকোর্টের রায়ে সন্তুষ্টি প্রকাশ করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, আপিলের রায়ে যথার্থ বিচার হয়েছে, ন্যায়বিচায় করেছে আদালত। 

রবিবার (১ ডিসেম্বর) সকালে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন।

তিনি বলেন, ন্যায়বিচারের জন্য বিএনপির দীর্ঘদিনের আন্দোলনের প্রতিফলন হয়েছে আজ। পতিত আওয়ামী লীগ সরকারের আমলে বিচারকাজ অন্যায়ভাবে পরিচালিত হতো বলেও অভিযোগ করেন তিনি।

রিজভী জানান, আওয়ামী লীগ সরকার তাদের একজন দলীয় নেতা আবদুল কাহার আকন্দ’কে দিয়ে সম্পূর্ণ রাজনৈতিক প্রতিহিংসায় তারেক রহমানসহ দলের নেতাদের নামে মিথ্যা চার্জশিট দিয়ে বিচার করে। কিন্তু বর্তমান স্বাধীন বিচার বিভাগ যথার্থ রায় দিয়েছে।

তিনি আরও বলেন, তারেক রহমান ও বিএনপির অন্যান্য নেতাদের জোরপূর্বক রাষ্ট্রশক্তি ব্যবহার করে সাজা দেয়ার মানসিকতা ছিল আওয়ামী লীগ সরকারের।

বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে ভারতের অবস্থান সম্পর্কে তিনি বলেন, বাংলাদেশকে অষ্টম সিস্টার্স বানাতে চায় ভারত।

এসময় বাংলাদেশে চলমান ঘটনাপ্রবাহ ও সংখ্যালঘু ইস্যু নিয়ে ভারতীয় মিডিয়ার দেয়া তথ্য ভুল বলেও মন্তব্য করেন বিএনপির এ সিনিয়র নেতা। 

সংবাদ সম্মেলনে বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, হাবিব উন নবী খান সোহেল প্রমুখ উপস্থিত ছিলেন।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়