প্রধান উপদেষ্টার বক্তব্যে আশাহত হয়েছি: বিএনপি মহাসচিব
বক্তব্য দিচ্ছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: সংগৃহীত
জাতির উদ্দেশে দেওয়াঅন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বক্তব্যে আশাহত হয়েছেন হয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, গতকাল প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশে বক্তৃতা দিয়েছেন, ভাল হয়েছে। তবে অনেকেই আশান্বিত হয়েছেন, আমি একটু আশাহত হয়েছি। আশা করেছিলাম প্রধান উপদেষ্টা তার সমস্ত প্রজ্ঞা দিয়ে সমস্যা চিহ্নিত করে নির্বাচনের একটা রূপরেখা দিবেন।
সোমবার (১৮ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবে বিএনপির উদ্যোগে ‘মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৪৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে’ আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। আলোচনা সভার আয়োজন করে বিএনপির মওলানা ভাসানী মৃত্যুবার্ষিকী পালন জাতীয় কমিটি।
বারবার নির্বাচনের কথা বলার বিষয়ে মির্জা ফখরুল বলেন, নির্বাচন দিলেই অর্ধেক সমস্যার সমাধান হয়ে যাবে। বিএনপি ক্ষমতায় যাক, না যাক সেটা বড় কথা নয়।। যারা বাংলাদেশের ক্ষতি করতে চাচ্ছে, স্থিতিশীলতা নষ্ট করতে চাচ্ছে, সংঘাতের মধ্যে যারা জড়িয়ে দিতে চাচ্ছে তারা তখন পিছিয়ে যেতে বাধ্য হবে। কারণ তখন সরকারের ভিতরের জনগণের সমর্থন থাকবে।
তিনি আরও বলেন, আমরা সংস্কার অবশ্যই চাই এবং সংস্কার আমরা করবো। আপনারা দয়া করে যেভাবে করলে সুন্দর হয়, সবার কাছে গ্রহণযোগ্য হয় সেভাবেই এগিয়ে যান। আমরা এখন পর্যন্ত কোন বাধা সৃষ্টি করিনি। আপনাদের সমর্থন দিয়ে যাচ্ছি।
নিউজবাংলাদেশ.কম/এসবি