News Bangladesh

স্টাফ রিপোর্টার || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৯:২১, ১৬ মে ২০২১
আপডেট: ১৯:৪০, ১৬ মে ২০২১

স্বাধীনতা বর্তমানে শুন্যের কোটায় চলে এসেছে: মির্জা ফখরুল

স্বাধীনতা বর্তমানে শুন্যের কোটায় চলে এসেছে: মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ডিজিটাল সিকিউরিটিসহ নিজেদের ক্ষমতা পাকাপোক্ত করতে যে আইনগুলো প্রনয়ন করেছে সরকার, এতে করে মানুষের স্বাধীনতা বর্তমানে শুন্যের কোটায় চলে এসেছে। সাংবাদিক বা সাধারণ মানুষজন তাদের মত প্রকাশ করতে পারছে না। তারা কিছু লিখলেই বা বললেই আইনের আওতায় আনা হচ্ছে। এ আইনের আওতায় এনে বিএনপির অনেক নেতা-কর্মীকে কারাগারে পাঠানো হয়েছে। জামিন পর্যন্ত দেওয়া হচ্ছে না।
রবিবার বিকেলে ঠাকুরগাঁও শহরের একটি কমিউনিটি সেন্টারে আইনজীবীদের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন বিএনপির মহাসচিব।
ফখরুল বলেন, খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা দিয়ে সাজা দেয়া হয়েছে-এটা নজিরবিহীন। ওই মামলায় তার কোনো সম্পৃক্ততা নেই। এ সরকার আইনের শাসনের উপর সবচেয়ে বেশি আঘাত করেছে। এটা গণতান্ত্রিক রাষ্ট্রের জন্য ভয়াবহ।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, এ্যাড. আব্দুল হালিম, জাতীয়তাবাদী আইনজীবী সমিতির নির্বাচনী আহবায়ক এ্যাড. বদিউজ্জামান বাদল, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এ্যাড. এনতাজুল হক, জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান, সহ-সভাপতি আল মামুন আলম, যুগ্ম সাধারণ সম্পাদক পয়গাম আলী, আনসারুল হক, অর্থ সম্পাদক শরিফুল ইসলাম শরিফসহ বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

নিউজবাংলাদেশ.কম/এএস

সর্বশেষ

পাঠকপ্রিয়