News Bangladesh

স্টাফ রিপোর্টার || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ২১:২৯, ১৭ এপ্রিল ২০২১

অবশেষে করোনামুক্ত হলেন রিজভী

অবশেষে করোনামুক্ত হলেন রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী দীর্ঘ এক মাস পর করোনা থেকে মুক্তি পেয়েছেন। শুক্রবার (১৬ এপ্রিল) তার করোনা পরীক্ষার জন্য নমুনা দিলে শনিবার (১৭ এপ্রিল) রিপোর্ট নেগেটিভ আসে।

এর আগে গত ১৭ মার্চ করোনায় আক্রান্ত হন রুহুল কবির রিজভী। পরে ১৯ মার্চ রিজভীকে চিকিৎসার জন্য রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। গত ১ এপ্রিল হঠাৎ করেই রিজভীর শারীরিক অবস্থার অবনতি ও অক্সিজেন লেভেল কমে গেলে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়েছিল।

বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম গণমাধ্যমকে বলেন, শারীরিক অবস্থা আগের চেয়ে উন্নতি হওয়ায় ও করোনার নেগেটিভ রিপোর্ট আসায় রিজভীকে আইসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে। বর্তমানে করোনা ইউনিটের অধীনে কেবিনে তার চিকিৎসা চলছে। তার অক্সিজেন স্যাচুরেশনের উন্নতি হলেও এখনও তাকে নরমালি অক্সিজেন দেওয়া হচ্ছে।

এর আগে পঞ্চমবার রিজভী করোনা টেস্ট করা হলেও তখন রিপোর্ট পজিটিভ আসে। গতকাল ষষ্ঠবারের টেস্ট করা হলে রিপোর্ট নেগেটিভ আসে বলে জানান তিনি। 

নিউজবাংলাদেশ.কম/ডি

সর্বশেষ

পাঠকপ্রিয়