গৃহযুদ্ধ থেকে বাঁচতে এ মুহূর্তে নির্বাচন দরকার
ঢাকা: দেশকে ‘গৃহযুদ্ধের’ কবল থেকে বাঁচাতে এ মুহূর্তে একটি মধ্যবর্তী নির্বাচন চান বিশিষ্ট রাষ্ট্রবিজ্ঞানী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. এমাজউদ্দিন আহমেদ।
শনিবার সকালে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে অ্যাগ্রিকালচারিস্টস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (অ্যাব) আয়োজিত ‘বিপন্ন গণতন্ত্র বিপর্যস্ত কৃষি ও উত্তরণের উপায়’ শীর্ষক গোলটেবিল বৈঠকে তিনি এ দাবি জানান।
এমাজউদ্দিন আহমেদ বলেন, ‘৫ জানুয়ারির নির্বাচন একটি প্রহসন। দেশ গৃহযুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে। আমরা সেটা চাই না। দ্রুত একটি মধ্যবর্তী নির্বাচনই এই সঙ্কটের একমাত্র সমাধান। এ মুহূর্তে একটি নির্বাচন দিতে হবে। আমরা একটা গ্রহণযোগ্য নির্বাচন চাই।’
তিনি আরও বলেন, ‘কারো অধিকার নেই দেশকে অবনমিত করার, কাউকে সে অধিকার দেয়া হয়নি। শেখ হাসিনা আগেই বলেছেন ৫ জানুয়ারি নির্বাচন ছিল একটি নিয়ম রক্ষার নির্বাচন। তাই আবার নির্বাচন দিয়ে দেশের মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে হবে।’
দেশের বর্তমান পরিস্থিতি সম্পর্কে তিনি বলেন, ‘বিপন্ন গণতন্ত্র না বলে আমাদের বলতে হবে গণতন্ত্র নিহত হয়েছে। গণতন্ত্রকে হত্যা করা হয়েছে।’
কৃষিবিদ আনোয়ারুল মজুমদারের সভাপতিত্বে গোলটেবিল আলোচনায় আরো উপস্থিত ছিলেন সাংবাদিক রুহুল আমিন গাজী, শাখাওয়াত হোসেন, শেরেবাংলা কৃষি শ্ববিদ্যালয়ের অধ্যাপক আশরাফুল হক, কৃষিবিদ শেখ শফি শাওন, অধ্যাপক ওয়াজেদ উল ইসলাম প্রমুখ।
নিউজবাংলাদেশ.কম/আরবিএস/এফএ
নিউজবাংলাদেশ.কম