অচিরেই অালোচনায় বসার আহ্বান
ঢাকা: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া শুক্রবার সংবাদ সম্মেলনে সঙ্কট নিরসনের জন্য যে তিন দফা তুলে ধরেছেন তা মেনে নিয়ে অচিরেই অলোচনায় বসার আহ্বান জানিয়েছে বিএনপি।
শনিবার দলের যুগ্ম মহাসচিব বরবত উল্লাহ বুলু স্বাক্ষরিত এক বিবৃতিতে এ আহ্বান জানানো হয়।
বিবৃতিতে বরকত উল্লাহ বুল বলেন, ‘গত শুক্রবার আওয়ামী লীগের নেতা মাহবুব উল আলম হানিফ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সংবাদ সম্মেলনে দেয়া বক্তব্যের প্রতিক্রিয়ায় যে অশোভন ও রাজনৈতিক শিষ্ঠাচার বহির্ভূত মন্তব্য করেছেন আমরা এর তীব্র নিন্দা জানাই।’
বুলু বলেন, ‘গত ২০১৩ সালের ১৯ ডিসেম্বর গণভবনে আওয়ামী লীগ নির্বাচন প্রস্তুতি কমিটি ও দলের যৌথসভায় সভানেত্রীর সূচনা বক্তব্যে শেখ হাসিনা নির্বাচনের পরে আলোচনা অব্যাহত রাখা এবং সমঝোতা হলে সংসদ ভেঙে দিয়ে নতুন নির্বাচনের অঙ্গিকার করেছিলেন। সেদিন সকল টিভি চ্যানেলে ও পরদিন সকল জাতীয় দৈনিকে এ বক্তব্য প্রকাশিত হয়েছে। বেগম খালেদা জিয়া শেখ হাসিনার সেই অঙ্গিকারের কথাই তুলে ধরেছেন। সেই অঙ্গিকার ভঙ্গ করে নতুন নির্বাচনের এমনকি আলোচনায় বসতেও আওয়ামী লীগ অস্বীকার করে চলেছে।’
তিনি বলেন, ‘হানিফ সেই অঙ্গীকারে কথাই এখন বেমালুম অস্ভীকার করেছেন । আমরা এর নিন্দা জানিয়ে এ ধরনের বদ অভ্যাস থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছি।
উল্লেখ্য, শুক্রবার সন্ধ্যায় আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ নির্বাচন নিয়ে খালেদা জিয়ার অভিযোগের জবাবে বলেন, ‘এই নির্বাচন কমিশনের নির্বাচনকে নিয়ে কোনো বিতর্ক করার সুযোগ নেই। বাংলাদেশে এই প্রথম নির্বাচন কমিশন গঠিত হয়েছে সার্চ কমিটির মাধ্যমে। সব দলের সঙ্গে আলাপ আলোচনার মাধ্যমে। তারপরও বেগম খালেদা জিয়া শুধুমাত্র বিরুদ্ধাচারণ করার জন্য মিথ্যাচারে লিপ্ত হয়েছে।’
তিনি খালেদা জিয়াকে খুনি মন্তব্য করে বলেন, ‘দেশে কোনো রাজনৈতিক সঙ্কট নেই। এখন দেশে যা হচ্ছে তা কোনো রাজনৈতিক সংকট নয়। কিছু সহিংস কর্মকাণ্ড চালানো হচ্ছে। আর সহিংসতাকারীদের সঙ্গে কোনো সংলাপ হতে পারে না।’
এর আগে শুক্রবার বিকেলে গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনে খালেদা জিয়া ৫ জানুয়ারির নির্বাচনের বিষয়ে খালেদা জিয়া বলেছিলেন, ‘তখন আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হলো- সাংবিধানিক ধারাবাহিকতা বজায় রক্ষার জন্য এটি একটি নিয়ম রক্ষার নির্বাচন। কিন্তু শেখ হাসিনা অঙ্গীকার ভঙ্গ করেছেন। তারা প্রতিশ্রুতির নামে যৌথবাহিনী দিয়ে এক ত্রাসের রাজত্ব কায়েম করেছে।’
নিউজবাংলাদেশ.কম/আরআর/এফএ
নিউজবাংলাদেশ.কম