News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৪:৫০, ১৩ মার্চ ২০১৫
আপডেট: ২৩:৪০, ১৭ জানুয়ারি ২০২০

অতঃপর, জিয়া-খালেদার ছবি ঢেকে সেমিনার

অতঃপর, জিয়া-খালেদার ছবি ঢেকে সেমিনার

অতঃপর, জিয়াউর রহমান ও খালেদা জিয়ার ছবি সাদা কাপড়ে ঢেকে দিয়ে অনুষ্ঠিত হলো `বিকল্প বিরোধ নিষ্পত্তির প্রয়োগ, আমাদের প্রত্যাশা ও করণীয়` শীর্ষক সেমিনার অনুষ্ঠান।

জাতীয় আইন সহায়তা প্রদান সংস্থা নারায়ণগঞ্জ জেলা শাখার উদ্যোগে আয়োজিত সেমিনার অনুষ্ঠানে সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছবি টাঙ্গানো নিয়ে নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা আইনজীবীর সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খোকন সাহা এবং  জেলা আইনজীবী সমিতির সভাপতি বিএনপিপন্থি সাখাওয়াত হোসেন খান ও অ্যাডভোকেট আবুল কালাম আজাদ বিশ্বাসের মধ্যে তর্ক শুরু হয়।

তর্কের এক পর্যায়ে জেলা জজের নির্দেশে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার ছবি দুটি সাদা কাপড় দিয়ে ঢেকে দেয়া হয়।

গত বুধবার বিকেলে জেলা আইনজীবী সমিতি ভবনের চর্তুথ তলায় আয়োজিত অনুষ্টানে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক আনিসুর রহমান মিঞা, জেলা ও দায়রা জজ মালিক আবদুল্লাহ আল আমিন এবং জেলা পুলিশ সুপার ড. খন্দকার মহিদ উদ্দিনের সামনেই পরস্পরের সাথে এ তর্কে জড়ান।
 
সেমিনার আনুষ্ঠানিকভাবে শুরু করার পরপরই অ্যাডভোকেট খোকন সাহা দাঁড়িয়ে প্রতিবাদ জানান। সবাইকে উদ্দেশ্য করে তিনি বলেন, "এখানে একটি সরকারি অনুষ্ঠান হচ্ছে। যে অনুষ্ঠানে জেলা জজ ও সহকারি জজসহ বহু সরকারি কর্মকর্তা রয়েছেন।"

এক পর্যায়ে খোকন সাহা "এই ছবি এখনই সরিয়ে ফেলা হোক" বলে লোক দিয়ে ছবি দুটি খুলে ফেলার নির্দেশ দিলে সেখানে উপস্থিত বিএনপিপন্থি আইনজীবী ও সদর উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট আবুল কালাম আজাদ বিশ্বাস বাধা দেন।

তিনি খোকন সাহাকে উদ্দেশ্য করে বলেন, "আপনি কেন ছবি খোলার নির্দেশ দিবেন। অনুষ্ঠানের আয়োজক আছে। এখানে উপস্থিত আছেন জেলা জজ। উনি যদি নির্দেশ দেন তাহলে ছবি নামাবেন।"

পরে জেলা জজ ছবি দুটি সাদা কাপড় দিয়ে ঢেকে দেওয়ার নির্দেশ দিলে ছবি দুটি সাদা কাপড় দিয়ে ঢেকে দেওয়া হয়।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকা জেলা আইনজীবী সমিতির সভাপতি বিএনপি পন্থী আইনজীবী অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান এর প্রতিবাদ জানান।

তিনি বলেন, "আমাদের দল যখন ক্ষমতায় ছিল তখন আমরা শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার ছবি নামিয়ে ফেলিনি। উনাদের ছবি রেখেই আমরা আইন মন্ত্রী ব্যারিস্টার মওদুদের অনুষ্ঠান করেছিলাম। আজ আপনারা এটা করে একটা খারাপ দৃষ্টান্ত স্থাপন করলেন। নারায়ণগঞ্জ আদালতে আমরা সহাবস্থানে বিশ্বাস করি কিন্তু এটা সহাবস্থানের নজির নয়।"

নিউজবাংলাদেশ.কম/এএইচকে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়